ঈদ
ঈদ
মুসলমানদের জন্য পবিত্র দিন। ঈদের নামাজ তো সুপার পবিত্র। আর ঈদের নামাজেই কিনা বোমা মেরেছে মুসলিম সন্ত্রাসীরা যারা নিজেদের সবচেয়ে খাঁটি মুসলমান বলে দাবি করে! নাইজেরিয়ায় নিহত, ইরাকে নিহত, সৌদি আরবেও নিহত। এখন কথা হলো, ধার্মিকেরা যদি ঈদের দিন নামাজ পড়তে থাকে, তাহলে কী উদ্দেশে আরেক দল ধর্মপ্রাণ ওদের লক্ষ্য করে বোমা ছোড়ে, ওদের খুন করে? ইসলাম ধর্ম শান্তির ধর্ম–কিন্তু চারদিকের কোথাও শান্তি তো দেখি না। এই ধর্ম নিয়ে বর্বরতা কম হচ্ছে না। প্রতিটি মুসলিম দেশে কোনও না কোনও অশান্তি লেগেই আছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108