Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    রবিনসন ক্রুসো – ড্যানিয়েল ডিফো

    August 19, 2025

    দ্য দা ভিঞ্চি কোড – ড্যান ব্রাউন

    August 19, 2025

    এঞ্জেলস এন্ড ডেমনস – ড্যান ব্রাউন

    August 19, 2025
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • 🔖
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    Subscribe
    সাইন ইন
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গীতগোবিন্দ – জয়দেব গোস্বামী

    জয়দেব গোস্বামী এক পাতা গল্প58 Mins Read0

    ০৪. গীতগোবিন্দ : চতুর্থ সর্গ : স্নিগ্ধ মধুসূদন

    কলিন্দ নন্দিনী তীরে বেতস কাননে
    আছেন কেশব বসি সুবিষণ্ণ মনে,
    কাতর হইয়া অতি প্রিয়ার বিরহে,
    হেন কালে আসি সখী এই কথা কহে। [১]

    অষ্টম সঙ্গীত

    রাগিণী মিশ্র বিভাব। তাল কাওয়ালি।
    (মধুকিন্নকের কীর্ত্তন দেখিলাম শ্রীবৃন্দাবনে সুর।)

    “রাই তোমার বিরহে মরে,     চন্দন না তাপ হরে,
    সুধাংশু মুখী কিশোরী কাতরা সুধাংশু করে।
    মলয় সমীর আসে,                রাধিকার প্রাণ নাশে,
    যেন অহি-সহবাসে বহে সে বিষের ভারে।
    মনসিজ-শর-বিদ্ধ হৃদয়ে তোমারে রাখে,
    বাঁচাতে তোমায়, হিয়া সজল সরোজে ঢাকে।
    কোমল ফুল-শয্যায়,                গণে শর-শয্যা প্রায়,
    তথাপি শুয়েছে তায় (যেন) তোমায় পেতে ব্রত করে।
    বহি সে মুখ-কমল                ঝরে অশ্রু অবিরল,
    রাহুর দংশনে যেন চাঁদের ‍অমৃত ঝরে।
    মৃগ-মদে আঁকে তোমা পঞ্চ-শর-সম করে,
    বসাইয়া মীনোপরে                চূতাঙ্কুর দেয় করে।
    কহে কাতর বচনে,                নাথ হে রাখ চরণে,
    না যদি চাহ নয়নে শশধর ও দহে মোরে।
    ধ্যান-যোগে রাখি তোমা হৃদয়ে যতন করে
    কভু হেসে কভু কেঁদে পরিতাপ হরিহরে।”
    জয়দেব কবি ভনে,                শুনহে রসিক-জনে,
    বিরহিনী রাধিকার সখী কি কহে শ্যামেরে।

    “তোমার বিরহে অজি রাধা বিনোদিনী
    বড়ই কাতরা, যেন ভীতা কুরঙ্গিনী;
    কানন-সমান তাঁর হয়েছে ভবন,
    বাগুরা-বেষ্টন যেন প্রিয় সখিগণ,
    নিশ্বাস দহিছে তনু দাবানল প্রায়,
    শার্দ্দুল বিক্রমে কাম নাশিবারে ধায়।” [২-১০]

    নবম সঙ্গীত

    রাগিণী সাহানা। তাল জৎ।
    (কেনরে বনের ফুল সুরের মত।)

    “পয়োধর-পরে রাজে যে চিকণ হার,
    কৃশোদরী রাধার ‍তা এবে অতি ভার:
    কাতরা কিশোরী, হরি, বিরহে তোমার।
    শরীরে শীতল স্নিগ্ধ চন্দন-লেপন
    যাতনা দিতেছে তাঁরে বিষের মতন।
    মদন-দহন-সম নিশ্বাস পবন
    প্রতপ্ত করিছে তাঁর তনু অনুক্ষণ।
    তোমারে হেরিতে রাই চৌদিকে নেহারে,
    নয়ন-নলিন-বারি দেহ-নালে ঝরে।
    হুতাশন-সম সখী করিছে গণন
    সুকোমল কিশলয়-শয়নে এখন।
    কপোল পড়েছে ঢলে করতল-পর,
    প্রদোষে নিশ্চল যেন বাল শশধর।
    মরণ নিশ্চয় গণি বিরহ-বেদনে
    অবিরত রত হরি-নাম-উচ্চারণে।”
    শ্রীজয়েদেবের এই সুললিত গান
    শীতল করুক সদা প্রেমিকের প্রাণ।

    “বিলাপ রোমাঞ্চ-ভ্রম কম্প শিহরণ
    প্রলাপ ভ্রমণ মূর্চ্ছা উত্থান পতন
    হতেছে সতত এবে সেই শ্রীরাধার,
    বড়ই প্রবল তাঁর বিরহ-বিকার।
    সহচরী-গণ দিল নানা মুষ্টিযোগ,
    কিছুতেই কমিল না সে বিষম রোগ।
    ধন্বন্তরি-সম তুমি দিয়া রসায়ন
    দয়া করি বাঁচাও হে সখীর জীবন।
    সুর-বৈদ্য অপেক্ষাও তুমি হে নিপুণ,
    আপন শরীরে ধর অমৃতের গুণ।
    বাঁচিবেন রাই তব শ্রীঅঙ্গ-পরশে,
    বাঁচাও তাঁহারে আশু গিয়া তাঁর পাশে।
    নতুবা তোমারে আজি জ্ঞান হবে মোর,
    বাসব-অশনি হতে যেন হে কঠোর।
    শশাঙ্কে পঙ্কজে আর চন্দন লেপনে
    বিষের সমান সখী গণিছেন মনে।
    স্মরিলেও সেই সবে বাড়িছে বেদন,
    তোমার চিন্তায় মাত্র জিয়ে এতক্ষণ।
    জুড়ায় তোমার আশে ব্যাকুল সে প্রাণ
    তব স্নিগ্ধ তনুখানি করিয়া ধেয়ান।
    তিলেক বিচ্ছেদ তব যে না থাকে সয়ে,
    নিমেষ না ফেলে নেত্রে অদর্শন-ভয়ে,
    এ চির-বিরহে কিসে বাঁচিবে সে সখী
    একালে চূতের কুলে মুকুল নিরখি।”

    ইন্দ্রের পীড়ন হতে রক্ষিতে গোকুল
    গোবর্দ্ধন-গিরি-বরে উপাড়ি আমূল
    ধরিল যে ভুজ দর্প-ভরে শূন্য-পরে;
    যে ভুজ চুমিয়া সুখে গোপিকা-নিকরে
    ললাট সিন্দুর রাগে করিলা রঞ্জিত;
    করুক সে ভুজ সদা তোমাদের হিত। [১১-২৩]

    ——————————

    মূল সংস্কৃত

    যমুনাতীরবানীরনিকুঞ্জে মন্দমাস্থিতম্ |
    প্রাহ প্রেমভরোদ্ভ্রান্তং মাধবং রাধিকাসখী ||১||

    গীতম্

    কর্ণাটরাগযতিতালাভ্যাং গীয়তে

    নিন্দতি চন্দনমিন্দুকিরণমনুবিন্দতি খেদমধীরম্ |
    ব্যালনিলয়মিলনেন গরলমিব কলয়তি মলয়সমীরম্ |
    সা বিরহে তব দীনা
    মাধবমনসিজবিশিখভয়াদিব ভাবনয়া ত্বয়ি লীনা ||২||

    অবিরলনিপতিতমদনশরাদিব ভবদবনায় বিশালম্ |
    স্বহৃদয়মর্ম্মণি বর্ম্ম করোতি সজলনলিনীদলজালম্ ||৩||

    কুসুমবিশিখরশতল্পমনল্পবিলাসকলাকমনীয়ম্ |
    ব্রতমিব তব পরিরম্ভসুখায় করোতি কুসুমশয়নীয়ম্ ||৪||

    বহতি চ বলিত-বিলোচন-জলধরমাননকমলমুদারম্ |
    বিধুমিব বিকটবিধুন্তুদন্তদলনগলিতমৃতধারম্ ||৫||

    বিলিখতি রহসি কুরঙ্গমদেন ভবন্তমসমশরভুতম্ |
    প্রণমতি মকরমধো বিনিধায় করে চ শরং নবচূতম্ ||৬||

    প্রতিপদমিদমপি নিগদতি মাধব তব চরণে পতিতাহম্ |
    ত্বয়ি বিমুখে ময়ি সপদি সুধানিধিরপি তনুতে তনুদাহম্ ||৭||

    ধ্যানলয়েন পুরঃপরিকল্প্য ভবন্তমতীবদুরাপম্ |
    বিলপতি হসতি বিষাদতি রোদিতি চঞ্চতি মুঞ্চতি তাপম্ ||৮||

    শ্রীজয়দেবভণিতমিদমদিকং যদি মনসা নটনীয়ম্ |
    হরিবিরহাকুলবল্লবযুবতী-সখীবচনং পঠনীয়ম্ ||৯||

    আবাসো বিপিনায়েতে প্রিয়সখীমালাপি জালায়তে
    তাপোহপি শ্বসিতেন দাবদহনজ্বালাকলাপায়তে |
    সাপি তদ্বিরহেণ হস্ত হরিণীরূপায়তে হা কথং
    কন্দর্পহপি যমায়তে বিরচয়ঞ্ছার্দ্দূলবিক্রীড়িতম্ ||১০||

    গীতম্

    দেশাগরাগৈকতালীতালাভ্যাং গীয়তে

    স্নবিনিহিতমপি হারমুদারম্
    সা মনুতে কৃশতনুরিব ভারম্ |
    রাধিকা তব বিরহে কেশব ||১১||

    সরসমসৃণমপি মলয়জপঙ্কম্
    পষ্যতি বিষমিব বপুষি সশঙ্কম্ ||১২||

    শ্বসিতপবনমনুপমপরিণাহম্
    মদনদহনমিব বহতি সদাহম্ ||১৩||

    দিশি দিশি কিরতি সজলকণজালম্
    নয়ননলিনমিব বিদলিতনালম্ ||১৪||

    নয়নবিষয়মপি কিশলয়তল্পম্
    গণয়তি বিহিতহুতাশবিকল্পম্ ||১৫||

    ত্যজতি ন পাণিতলেন কপোলম্
    বালশশিনমিব সায়মলোলম্ ||১৬||

    হরিরিতি হরিরিতি জপতি সকামম্ |
    বিরহবিহিতমরণেব নিকামম্ ||১৭||

    শ্রীজয়দেবভণিতমিতি গীতম্
    সুখয়তু কেশবপদমুপনীতম্ ||১৮||

    সা রোমাঞ্চতি শীত্করোতি বিলপত্যুত্কম্পতে তাম্যাতি
    ধ্যায়তুদ্ভ্রাম্যতি প্রমীলতি পতত্যুদযাতি মুর্চ্ছত্যপি |
    এতাবত্যতনুজ্বরে বরতন্র্জীবেন্ন কিন্তে রসাৎ
    স্বর্ব্বৈদ্যপ্রতিম প্রসীদসি যদি ত্যক্তোহন্যথা হন্তকঃ ||১৯||

    স্মরাতুরাং দৈবতবৈদ্যহৃদ্য ত্বদঙ্গসঙ্গামৃতমাত্রসাধ্যাম্ |
    বিমুক্তবাধাং কুরুষে ন রাধামুপেন্দ্রবজ্রাদপি দারুণোহসি ||২০||

    কন্দর্পজ্বরসংজ্বরাতুর-তনোরাশ্চর্য্যমশ্যাশ্চিরং
    চেতশ্চন্দনচন্দ্রমাঃ কমলিনীচিন্তাসু সন্তাম্যতি |
    কিন্তু ক্ষান্তিরসেন শীতলতরং ত্বামেকমেব প্রিয়ং
    ধ্যায়ন্তী রহসি স্থিতা কথমপি ক্ষীণা প্রাণিতি ||২১||

    ক্ষণমপি বিরহঃ পূরা ন সেহে নয়ননিমীলন-খিন্নয়া যয়া তে |
    শ্বসিতি কথমসৌ রসালশাখাং চিরবিরহেণ বিলোক্য পুষ্পিতাগ্রাম্ ||২২||

    বৃষ্টিব্যাকুলগোকুলাবনরসাদুদ্ধৃত্য গোবর্দ্ধনং
    বিভ্রদ্বল্লব-বল্লভাভিরাধিকানন্দাচ্চিরং চুম্বিতঃ |
    দর্পেণৈব-তদর্পিতাধরতটি-সিন্দুরমুদ্রাঙ্কিতো
    বাহুর্গোপতনোস্তনোতু ভবতাং শ্রেয়াংসি কংসদ্ধিষঃ ||২৩||

    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভগবতগীতা-সমালোচনা – জয়গোপাল দে
    Next Article দ্য টাইগার’স প্রে – উইলবার স্মিথ / টম হারপার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Demo
    Most Popular

    রবিনসন ক্রুসো – ড্যানিয়েল ডিফো

    August 19, 2025

    অনুরাধা

    January 4, 2025

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    রবিনসন ক্রুসো – ড্যানিয়েল ডিফো

    August 19, 2025

    অনুরাধা

    January 4, 2025

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025
    Our Picks

    রবিনসন ক্রুসো – ড্যানিয়েল ডিফো

    August 19, 2025

    দ্য দা ভিঞ্চি কোড – ড্যান ব্রাউন

    August 19, 2025

    এঞ্জেলস এন্ড ডেমনস – ড্যান ব্রাউন

    August 19, 2025
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2025 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login below or Register Now.

    Lost password?

    Register Now!

    Already registered? Login.

    A password will be e-mailed to you.