Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১২

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১৩

    December 12, 2025
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জীবনপুরের পথিক – অনুপকুমার

    লেখক এক পাতা গল্প117 Mins Read0
    ⤶

    জীবনপঞ্জি

    — জন্ম : ১৭ জুন ১৯৩০ (২ আষাঢ়, ১৩২৩) হরি ঘোষ স্ট্রিট, কলকাতা ৬

    — পিতা : প্রখ্যাত গায়ক-অভিনেতা ধীরেন্দ্রনাথ দাস (১৯০৩— ১৯৬১)

    — মাতা : বিজয়া দাস (১৯০৯— ১৯৬৮)

    — দেশ : পাণ্ডুয়া, জেলা: হুগলি

    — অভিনয়জীবন : শিক্ষাগুরু পিতা শ্রীধীরেন্দ্রনাথ দাস ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী।

    — প্রথম চলচ্চিত্রে অভিনয় : ‘হালবাংলা’ (১৯৩৮)

    — পেশাদার মঞ্চে যোগদান : ‘স্টার’ থিয়েটার (১৯৪২)

    — প্রথম মঞ্চাবতরণ : স্টার থিয়েটারে ‘টিপু সুলতান’ (১৯৪৪) নাটকে।

    — ‘শ্রীরঙ্গমে’ যোগদান এবং নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ির অধীনে পরপর কয়েকটি নাটকে অভিনয়। (১৯৪৮)

    — পুনরায় স্টার থিয়েটারে যোগদান (১৯৫৩— ১৯৬৮)

    — বিশ্বরূপা থিয়েটারে যোগদান (১৯৬৯— ১৯৭০)

    — কাশী বিশ্বনাথ মঞ্চে যোগদান (১৯৭২)

    — স্ব পরিচালনায় ও স্ব-প্রযোজনায় ‘ইউনিভার্সিটি ইন্সটিটিউট’ মঞ্চে মঞ্চস্থ করেন ‘সম্রাজ্ঞী নূরজাহান’ (১৯৭৬) পরবর্তীকালে রঙমহল মঞ্চে ‘সম্রাজ্ঞী নূরজাহান’ ছাড়াও যে সমস্ত উল্লেখযোগ্য মঞ্চে যোগদান করেন তা হল কালিকা মঞ্চ, রঙ্গনা, সুজাতা সদন, নেতাজী মঞ্চ, বাসুদেব মঞ্চ প্রভৃতি।

    — অনুপকুমার অভিনীত একমাত্র বাংলা ছবি ‘বিরোধ’ (পরিচালক— প্রমোদ চক্রবর্তী), যা বাংলাদেশে মুক্তি পায় ১৯৮৫ সালে।

    — ১৯৮৬ সালে পরিণয়সূত্রে আবদ্ধ হন বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী অলকা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

    — যাত্রায় যোগদান : ১৯৮৮

    — সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘অভিনেত্রী সংঘ’-র দায়িত্বভার দীর্ঘদিন সাফল্যের সঙ্গে সামলান অনুপকুমার।

    — ১৯৯৬ সালে বিধানসভা নির্বাচনে কাশীপুর কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অনুপকুমার। নামমাত্র ব্যবধানে তিনি পরাজিত হন কংগ্রেস প্রার্থী তারক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

    — ১৯৯৮ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের লিভারপুলে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে মনোজ মিত্রের লেখা ‘দম্পতি’ নাটকে শেষবারের জন্য অভিনয় করেন অনুপকুমার এবং মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন।

    — দেশে ফিরেই ভর্তি হন নার্সিংহোমে। সেখানেই ১৯৯৮ সালের ৩ সেপ্টেম্বর প্রয়াত হন এই মহান অভিনেতা।

    উল্লেখযোগ্য পুরস্কার

    ১. বি.এফ.জে.এ. পুরস্কার : শ্রেষ্ঠ অভিনেতা (পলাতক) : ১৯৬৪।

    ২. রাষ্ট্রীয় পুরস্কার : শ্রেষ্ঠ অভিনেতা আঞ্চলিক (নিমন্ত্রণ) : ১৯৭১।

    ৩. স্টার থিয়েটার : রৌপ্য পদক (বাংলা রঙ্গমঞ্চে বিশেষ অবদানের জন্য)।

    ৪. পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি : ১৯৮৮— বাংলা নাটকে বিশেষ অবদানের জন্য।

    ৫. কলাশিরোমণি পুরস্কার : ১৯৮৯।

    ৬. শ্রেষ্ঠ পরিচালক : যাত্রা ১৯৯১— তথ্য-সংস্কৃতি দফতর পশ্চিমবঙ্গ।

    ৭. দীনবন্ধু পুরস্কার : ১৯৯৬— পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি।

    ৮. হেমন্ত মুখোপাধ্যায় পুরস্কার : ১৯৯৮

    কর্মপঞ্জি

    অনুপকুমার অভিনীত মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

    সাল ছবির নাম পরিচালক
    ১৯৩৮ হালবাংলা ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি
    ১৯৪৬ বন্দেমাতরম সুধীরবন্ধু ব্যানার্জি
    ১৯৪৬ সংগ্রাম অর্ধেন্দু মুখার্জি
    ১৯৪৭ চন্দ্রশেখর দেবকীকুমার বসু
    ১৯৪৭ মুক্তির বন্ধন অখিল নিয়োগী
    ১৯৪৮ বাঁকালেখা চিত্ত বসু
    ১৯৪৮ ধাত্রীদেবতা কালী প্রসাদ ঘোষ
    ১৯৪৮ পদ্মা প্রমত্তা নদী  অর্ধেন্দু মুখার্জি
    ১৯৪৯ দক্ষিণী বাঘ বিভূতি দাস
    ১৯৪৯ কৃষ্ণা কাবেরী বিধায়ক ভট্টাচার্য
    ১৯৪৯ সন্দীপন পাঠশালা অর্ধেন্দু মুখার্জি
    ১৯৪৯ সংকল্প অগ্রদূত
    ১৯৫০ বিদ্যাসাগর কালীপ্রসাদ ঘোষ
    ১৯৫১ ভক্ত রঘুনাথ দেবনারায়ণ গুপ্ত
    ১৯৫১ বরযাত্রী সত্যেন বসু
    ১৯৫১ ছুটির দিনে —
    ১৯৫২ পাশের বাড়ি সুধীর মুখার্জি
    ১৯৫২ শ্যামলী বিনয় ব্যানার্জি
    ১৯৫৩ বাঁশের কেল্লা সুধীর মুখার্জি
    ১৯৫৩ শ্বশুরবাড়ি অরুণ চৌধুরী
    ১৯৫৩ রামী চণ্ডীদাস দেবনারায়ণ গুপ্ত
    ১৯৫৩ রাজা কৃষ্ণচন্দ্র সুধীরবন্ধু ব্যানার্জি
    ১৯৫৩ অদৃশ্য মানুষ অমর দত্ত
    ১৯৫৪ আজ সন্ধ্যায় সুধীর মুখার্জি
    ১৯৫৪ মহিলা মহল বিনু বর্ধন
    ১৯৫৪ এই সত্যি সুরেশ হালদার
    ১৯৫৪ অন্নপূর্ণার মন্দির  নরেশ মিত্র
    ১৯৫৪ অগ্নিপরীক্ষা অগ্রদূত
    ১৯৫৪ নীলশাড়ি সুধীরবন্ধু ব্যানার্জি
    ১৯৫৫ রানী রাসমণি কালীপ্রসাদ ঘোষ
    ১৯৫৫ অনুপমা অগ্রদূত
    ১৯৫৫ দেবত্র হরিদাস ভট্টাচার্য
    ১৯৫৫ বিধিলিপি মানু সেন
    ১৯৫৫ জয় মা কালী বোর্ডিং সাধন সরকার
    ১৯৫৫ উপহার  তপন সিংহ
    ১৯৫৫ কঙ্কাবতীর ঘাট চিত্ত বসু
    ১৯৫৫ দেবী মালিনী নীরেন লাহিড়ী
    ১৯৫৫ মেজ বউ দেবনারায়ণ গুপ্ত
    ১৯৫৫ কালিন্দী  নরেশচন্দ্র মিত্র
    ১৯৫৬ সাগরিকা অগ্রগামী
    ১৯৫৬ টনসিল  তপন সিংহ
    ১৯৫৬ শুভরাত্রি সুশীল মজুমদার
    ১৯৫৬ সাবধান  সুধীর ঘোষ
    ১৯৫৬ একটি রাত চিত্ত বসু
    ১৯৫৬ মহাকবি গিরিশচন্দ্র মধু বসু
    ১৯৫৬ শঙ্করনারায়ণ ব্যাঙ্ক নীরেন লাহিড়ী
    ১৯৫৬ অসমাপ্ত  রতন চ্যাটার্জি
    ১৯৫৬ শ্যামলী অজয় কর
    ১৯৫৬ মদনমোহন অমলকুমার বসু
    ১৯৫৬ নাগরদোলা অমলেন্দু বসু
    ১৯৫৬ সিঁথির সিঁদুর অর্ধেন্দু সেন
    ১৯৫৭ হারজিৎ মানু সেন
    ১৯৫৭ উল্কা নরেশচন্দ্র মিত্র
    ১৯৫৭ রাত্রিশেষে সন্তোষ গুহ
    ১৯৫৭ তাপসী চিত্ত বসু
    ১৯৫৭ আদর্শ হিন্দু হোটেল অর্ধেন্দু সেন
    ১৯৫৭ পৃথিবী আমারে চায় নীরেন লাহিড়ী
    ১৯৫৭ সুরের পরশে চিত্ত বসু
    ১৯৫৭ রাস্তার ছেলে চিত্ত বসু
    ১৯৫৭ কাঁচামিঠে জ্যোতির্ময় রায়
    ১৯৫৭ পুনর্মিলন মানু সেন
    ১৯৫৭ ওগো শুনছ কমল গাঙ্গুলি
    ১৯৫৭ গড়ের মাঠ সুহৃদ ঘোষ
    ১৯৫৭ পথে হল দেরী অগ্রদূত
    ১৯৫৭ জন্মতিথি দিলীপ মুখার্জি
    ১৯৫৮ প্রিয়া সলিল সেন
    ১৯৫৮ কালামাটি তপন সিংহ
    ১৯৫৮ ডাক্তারবাবু বিশু দাশগুপ্ত
    ১৯৫৮ নাগিনী কন্যার কাহিনি সলিল সেন
    ১৯৫৮ শিকার মঙ্গল চক্রবর্তী
    ১৯৫৮ লীলাকঙ্ক সতীশ দাশগুপ্ত
    ১৯৫৮ মর্মবাণী  সুশীল মজুমদার
    ১৯৫৯ নৌকাবিলাস সুধীর মুখার্জি
    ১৯৫৯ দেড়শ খোকার কাণ্ড কমল গাঙ্গুলি
    ১৯৫৯ শশীবাবুর সংসার সুধীর মুখার্জি
    ১৯৫৯ গলি থেকে রাজপথ প্রফুল্ল চক্রবর্তী
    ১৯৬০ দুই বেচারা দিলীপ বসু
    ১৯৬০ প্রবেশ নিষেধ সুশীল ঘোষ
    ১৯৬০ বিয়ের খাতা নির্মল দে
    ১৯৬০ নতুন ফসল হেমচন্দ্র চন্দ্র
    ১৯৬০ বাইশে শ্রাবণ মৃণাল সেন
    ১৯৬০ গরিবের মেয়ে অর্ধেন্দু মুখার্জি
    ১৯৬১ মিঃ অ্যান্ড মিসেস চৌধুরী অসীম পাল
    ১৯৬১ বিষকন্যা শ্রীজয়দ্রথ
    ১৯৬১ অর্ঘ্য দেবকীকুমার বসু
    ১৯৬১ কাঞ্চনমূল্য নির্মল মিত্র
    ১৯৬১ কঠিন মায়া সুশীল মজুমদার
    ১৯৬১ আজ কাল পরশু  নির্মল সর্বজ্ঞ
    ১৯৬১ আহ্বান অরবিন্দ মুখার্জি
    ১৯৬১ মা চিত্ত বসু
    ১৯৬১ কানামাছি ‘তাস ইউনিট’
    ১৯৬২ অগ্নিশিখা রাজেন তরফদার
    ১৯৬২ শেষ চিহ্ন বিভূতি চক্রবর্তী
    ১৯৬২ অভিসারিকা কমল মজুমদার
    ১৯৬২ বেনারসী অরূপ গুহঠাকুরতা
    ১৯৬২ শুভদৃষ্টি চিত্ত বসু
    ১৯৬৩ অবশেষে মৃণাল সেন
    ১৯৬৩ সৎ ভাই তারু মুখার্জি
    ১৯৬৩ হাই হিল দিলীপ বসু
    ১৯৬৩ পলাতক যাত্রিক
    ১৯৬৩ দুই নারী জীবন গাঙ্গুলি
    ১৯৬৩ কাঞ্চনকন্যা সুখেন্দু চক্রবর্তী
    ১৯৬৩ শ্রেয়সী শ্যাম চক্রবর্তী
    ১৯৬৩ বর্ণচোরা অরবিন্দ মুখার্জি
    ১৯৬৪ প্রতিনিধি মৃণাল সেন
    ১৯৬৪ তাহলে গুরু বাগচী
    ১৯৬৪ জীবন কাহিনি রাজেন তরফদার
    ১৯৬৪ অগ্নিবন্যা শ্রীজয়দ্রথ
    ১৯৬৪ কষ্টিপাথর অরবিন্দ মুখার্জি
    ১৯৬৪ বিংশতি জননী খগেন রায়
    ১৯৬৫ আলোর পিপাসা তরুণ মজুমদার
    ১৯৬৫ মহালগ্ন কনক মুখার্জি
    ১৯৬৫ জয়া চিত্ত বসু
    ১৯৬৫ একটুকু বাসা তরুণ মজুমদার
    ১৯৬৫ দিনান্তের আলো মঙ্গল চক্রবর্তী
    ১৯৬৫ দোলনা পার্থপ্রতিম চৌধুরী
    ১৯৬৫ সূর্যতপা অগ্রদূত
    ১৯৬৫ মুখুজ্যে পরিবার অজিত গাঙ্গুলি
    ১৯৬৫ তাপসী অগ্রদূত
    ১৯৬৬ কলঙ্কী রাত চিত্রতনু ইউনিট
    ১৯৬৬ মায়াবিনী লেন কনক মুখার্জি
    ১৯৬৬ নতুন জীবন অরবিন্দ মুখার্জি
    ১৯৬৬ রাজদ্রোহী নীরেন লাহিড়ী
    ১৯৬৬ শেষ তিনদিন প্রফুল্ল চক্রবর্তী
    ১৯৬৬ উত্তর পুরুষ চিত্রকর
    ১৯৬৭ বালিকা বধূ তরুণ মজুমদার
    ১৯৬৭ হঠাৎ দেখা নিত্যানন্দ দত্ত
    ১৯৬৭ খেয়া রূপক
    ১৯৬৭ প্রস্তর স্বাক্ষর সলিল দত্ত
    ১৯৬৮ বালুচরী  অজিত গাঙ্গুলি
    ১৯৬৮ বউদি দিলীপ বোস
    ১৯৬৮ ছোট্ট জিজ্ঞাসা —
    ১৯৬৮ গড় নাসিমপুর অজিত লাহিড়ী
    ১৯৬৮ জীবন সংগীত অরবিন্দ মুখার্জি
    ১৯৬৮ তিন অধ্যায় মঙ্গল চক্রবর্তী
    ১৯৬৯ বিবাহ বিভ্রাট অসীম ব্যানার্জী
    ১৯৬৯ দাদু অজিত গাঙ্গুলি
    ১৯৬৯ দুরন্ত চড়াই জগন্নাথ চ্যাটার্জী
    ১৯৬৯ পান্না হীরে চুনী অমল দত্ত
    ১৯৬৯ পিতা পুত্র অরবিন্দ মুখার্জি
    ১৯৭০ সমান্তরাল গুরু বাগচী
    ১৯৭০ আলেয়ার আলো মঙ্গল চক্রবর্তী
    ১৯৭০ কলঙ্কিত নায়ক সলিল দত্ত
    ১৯৭০ পদ্ম গোলাপ অজিত লাহিড়ী
    ১৯৭০ এই করেছ ভালো অজিত ব্যানার্জী
    ১৯৭০ নিশিপদ্ম অরবিন্দ মুখার্জি
    ১৯৭০ মঞ্জরী অপেরা অগ্রদূত
    ১৯৭১ আটাত্তর দিন পরে অজিত লাহিড়ী
    ১৯৭১ অন্য মাটি অন্য রং রমাপ্রসাদ চক্রবর্তী
    ১৯৭১ নিমন্ত্রণ তরুণ মজুমদার
    ১৯৭১ প্রথম বসন্ত নির্মল মিত্র
    ১৯৭২ বিরাজ বউ মানু সেন
    ১৯৭২ নয়া মিখিল পীযূষকান্তি গাঙ্গুলি
    ১৯৭২ শেষ পর্ব চিত্ত বসু
    ১৯৭২ আজকের নায়ক দীনেন গুপ্ত
    ১৯৭৩ বসন্ত বিলাপ দীনেন গুপ্ত
    ১৯৭৩ এক যে ছিল বাঘ উমাপ্রসাদ মৈত্র
    ১৯৭৩ নতুন দিনের আলো অজিত গাঙ্গুলি
    ১৯৭৩ শবরী অশোককুমার দাস
    ১৯৭৪ দাবী কনক মুখার্জি
    ১৯৭৪ প্রান্তরেখা  দীনেন গুপ্ত
    ১৯৭৪ ফুলেশ্বরী তরুণ মজুমদার
    ১৯৭৪ সঙ্গিনী দীনেন গুপ্ত
    ১৯৭৪ ঠগিনী তরুণ মজুমদার
    ১৯৭৫ মৌচাক অরবিন্দ মুখার্জি
    ১৯৭৫ নিশি মৃগয়া দীনেন গুপ্ত
    ১৯৭৫ ফুলু ঠাকুরমা সাধন সরকার
    ১৯৭৫ রাগ অনুরাগ দীনেন গুপ্ত
    ১৯৭৬ চাঁদের কাছাকাছি যাত্রিক
    ১৯৭৬ সেই চোখ সলিল দত্ত
    ১৯৭৬ স্বীকারোক্তি জ্ঞানেশ মুখার্জি
    ১৯৭৭ অজস্র ধন্যবাদ অরবিন্দ মুখার্জি
    ১৯৭৭ বাবা তারকনাথ অর্ধেন্দু চ্যাটার্জি
    ১৯৭৭ বাবুমশাই সলিল দত্ত
    ১৯৭৭ ভোলাময়রা পীযূষ গাঙ্গুলি
    ১৯৭৭ এই পৃথিবী পান্থনিবাস অরবিন্দ মুখার্জি
    ১৯৭৭ এক যে ছিল দেশ  তপন সিংহ
    ১৯৭৭ ফুলশয্যা  সারথি
    ১৯৭৭ প্রতিমা পলাশ বন্দ্যোপাধ্যায়
    ১৯৭৭ প্রতিশ্রুতি পিনাকী মুখার্জি
    ১৯৭৭ সানাই দীনেন গুপ্ত
    ১৯৭৭ তিন পরী ছয় প্রেমিক দিলীপ বন্দ্যোপাধ্যায়
    ১৯৭৭ হারানো প্রাপ্তি নিরুদ্দেশ স্বদেশ সরকার
    ১৯৭৭ প্রক্সি দীনেন গুপ্ত
    ১৯৭৭ ডাক দিয়ে যাই রণজিৎমল কংকারিয়া
    ১৯৭৮ গোলাপ বউ শক্তি বন্দ্যোপাধ্যায়
    ১৯৭৮ নদী থেকে সাগরে অরবিন্দ মুখার্জি
    ১৯৭৮ টুসি গুরু বাগচী
    ১৯৭৯ চিরন্তন গুরু বাগচী
    ১৯৭৯ দেবদাস দিলীপ রায়
    ১৯৭৯ গণদেবতা তরুণ মজুমদার
    ১৯৭৯ ঘটকালি বিমল রায়
    ১৯৭৯ দাদার কীর্তি তরুণ মজুমদার
    ১৯৮০ পাকা দেখা অরবিন্দ মুখার্জি
    ১৯৮০ প্রতিশোধ সুখেন দাস
    ১৯৮১ স্বামী স্ত্রী গুরু বাগচী
    ১৯৮১ সেই সুর নিরঞ্জন দে
    ১৯৮১ সুবর্ণলতা বিজয় বসু
    ১৯৮১ শহর থেকে দূরে তরুণ মজুমদার
    ১৯৮১ উপলব্ধি তপন সাহা
    ১৯৮২ বোধন অমল দত্ত
    ১৯৮২ ইমনকল্যাণ শান্তিময় বন্দ্যোপাধ্যায়
    ১৯৮২ মেঘমুক্তি তরুণ মজুমদার
    ১৯৮২ পিপাসা ইন্দর সেন
    ১৯৮২ প্রেয়সী শ্রীকান্ত গুহঠাকুরতা
    ১৯৮২ শঠে শাঠ্যং দীনেন গুপ্ত
    ১৯৮২ শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত বিকাশ গোস্বামী
    ১৯৮২ অমৃতকুম্ভের সন্ধানে দিলীপ রায়
    ১৯৮২ খেলার পুতুল তরুণ মজুমদার
    ১৯৮২ প্রফুল্ল সুজয় দত্ত
    ১৯৮২ সোনার বাংলা অর্ধেন্দু চট্টোপাধ্যায়
    ১৯৮২ অভিনয় নয় অর্চন চক্রবর্তী
    ১৯৮৩ এই ছিল মনে সুবীর সরকার
    ১৯৮৩ অমর গীতি তরুণ মজুমদার
    ১৯৮৩ অর্পিতা অরবিন্দ মুখার্জি
    ১৯৮৩ ইন্দিরা দীনেন গুপ্ত
    ১৯৮৩ জীবন মরণ সুখেন দাস
    ১৯৮৩ নিশিভোর রাসবিহারী সিংহ
    ১৯৮৩ প্রায়শ্চিত্ত অরবিন্দ মুখার্জি
    ১৯৮৩ সমাপ্তি বিজয় বসু
    ১৯৮৩ শৃঙ্খল আবীর বসু
    ১৯৮৩ জ্যোৎস্নারাত্রি মৃণাল ভট্টাচার্য
    ১৯৮৩ সংসারের ইতিকথা অরবিন্দ মুখোপাধ্যায়
    ১৯৮৩ অগ্নিশুদ্ধি শচীন অধিকারী
    ১৯৮৪ আহুতি প্রবীর মিত্র
    ১৯৮৪ হরিশচন্দ্র শৈব্যা অর্থেন্দু চ্যাটার্জী
    ১৯৮৪ লাল গোলাপ জহর বিশ্বাস
    ১৯৮৪ রাশিফল দীনেন গুপ্ত
    ১৯৮৪ শত্রু অঞ্জন চৌধুরী
    ১৯৮৪ সোরগোল বিশ্বজিৎ
    ১৯৮৪ আমার পৃথিবী বিমল ভৌমিক
    ১৯৮৫ বৈকুণ্ঠের উইল সুশীল মুখার্জি
    ১৯৮৫ ভালোবাসা ভালোবাসা তরুণ মজুমদার
    ১৯৮৫ নীলকণ্ঠ দিলীপ রায়
    ১৯৮৫ পুতুল ঘর অমিত সরকার
    ১৯৮৫ সন্ধ্যা প্রদীপ অঞ্জন মুখোপাধ্যায়
    ১৯৮৫ বিরোধ(বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত) প্রমোদ চক্রবর্তী
    ১৯৮৬ স্বর্গসুখ বাবলু সমাদ্দার
    ১৯৮৬ ঊর্বশী সলিল দত্ত
    ১৯৮৬ আশীর্বাদ বীরেশ চ্যাটার্জি
    ১৯৮৬ দুই অধ্যায় গৌতম মুখোপাধ্যায়
    ১৯৮৭ বিদ্রোহী অঞ্জন চৌধুরী
    ১৯৮৬ লালন ফকির শক্তি চ্যাটার্জি
    ১৯৮৭ স্বর্ণময়ীর ঠিকানা সুশীল মজুমদার
    ১৯৮৭ রাধারানি অজিত ব্যানার্জি
    ১৯৮৭ একান্ত আপন বীরেশ চ্যাটার্জি
    ১৯৮৭ সরগম দীনেন গুপ্ত
    ১৯৮৭ আবির কাজল মজুমদার
    ১৯৮৭ মহামিলন দীনেন গুপ্ত
    ১৯৮৭ রাজপুরুষ ইমনকল্যাণ চট্টোপাধ্যায়
    ১৯৮৭ অর্পণ শ্রীনিবাস চক্রবর্তী
    ১৯৮৮ দেবীবরণ শ্রীকান্ত গুহঠাকুরতা
    ১৯৮৮ তুমি কত সুন্দর মনোজ ঘোষ
    ১৯৮৮ অন্তরঙ্গ দীনেন গুপ্ত
    ১৯৮৮ আগমন তরুণ মজুমদার
    ১৯৮৮ সুরের আকাশে বীরেশ চ্যাটার্জি
    ১৯৮৮ কিডন্যাপ আবীর বসু
    ১৯৮৮ বোবা সানাই অজিত গাঙ্গুলি
    ১৯৮৮ ছন্নছাড়া অঞ্জন মুখার্জি
    ১৯৮৮ কলঙ্কিনী নায়িকা শুভেন সরকার
    ১৯৮৮ দেনা পাওনা সুখেন দাস
    ১৯৮৯ আশা অনুপ সেনগুপ্ত
    ১৯৮৯ বিদায় অজিত গাঙ্গুলি
    ১৯৮৯ আশা ভালোবাসা সুজিত গুহ
    ১৯৮৯ অঘটন আজও ঘটে অনিল মিত্র
    ১৯৮৯ অপরাহ্নের আলো অগ্রদূত
    ১৯৮৯ ঝংকার সুজিত গুহ
    ১৯৮৯ অভিসার সনৎ দত্ত
    ১৯৯০ অনুরাগ জহর বিশ্বাস
    ১৯৯০ আপন আমার আপন তরুণ মজুমদার
    ১৯৯০ দেবতা অভিজিৎ সেন
    ১৯৯০ রাজা বাদশা পলাশ ব্যানার্জি
    ১৯৯০ গরমিল দিলীপ রায়
    ১৯৯০ মশাল শঙ্কর রায়
    ১৯৯১ অহংকার শ্রীকান্ত গুহঠাকুরতা
    ১৯৯১ অভাগিনী বাবলু সমাদ্দার
    ১৯৯১ বউরানি ভবেশ কুণ্ডু
    ১৯৯১ দেবর অমল রায় ঘটক
    ১৯৯১ এক পশলা বৃষ্টি নীতীশ রায়
    ১৯৯১ নবাব হরনাথ চক্রবর্তী
    ১৯৯১ পথ ও প্রাসাদ তরুণ মজুমদার
    ১৯৯১ পতি পরম গুরু বীরেশ চ্যাটার্জি
    ১৯৯১ রাজনর্তকী নারায়ণ চক্রবর্তী
    ১৯৯১ সজনী গো সজনী তরুণ মজুমদার
    ১৯৯১ নীলিমায় নীল বীরেশ চ্যাটার্জি
    ১৯৯১ তান্ত্রিক বাবলু সমাদ্দার
    ১৯৯২ অনুতাপ প্রভাত রায়
    ১৯৯২ ইন্দ্রজিৎ অঞ্জন চৌধুরী
    ১৯৯২ মহাশয় মুকুল দত্ত
    ১৯৯২ নবরূপা অমল রায় ঘটক
    ১৯৯২ পেন্নাম কলকাতা গুরু বাগচী
    ১৯৯২ প্রিয়া শিবু মিত্র
    ১৯৯২ রূপবান কন্যা হারুন রশীদ ও গৌতম চৌধুরী
    ১৯৯২ সত্যি মিথ্যা এ.কে. মিন্টু
    ১৯৯৩ কন্যাদান অমল দত্ত
    ১৯৯৩ মায়ের আশীর্বাদ আলমগীর
    ১৯৯৩ পৃথিবীর শেষ স্টেশন ললিত মুখার্জি
    ১৯৯৩ ভ্রান্ত পথিক অর্ধেন্দু চ্যাটার্জি
    ১৯৯৩ মন মানে না ইন্দর সেন
    ১৯৯৩ শ্রদ্ধাঞ্জলি শ্রীকান্ত গুহঠাকুরতা
    ১৯৯৩ সম্পর্ক সরিৎ বন্দ্যোপাধ্যায়
    ১৯৯৩ রবিবার নীতীশ মুখোপাধ্যায়
    ১৯৯৪ তবু মনে রেখো নীতীশ রায়
    ১৯৯৪ গীত সংগীত সুভাষ সেন
    ১৯৯৪ তবু মনে রেখো নীতীশ রায়
    ১৯৯৪ গীত সংগীত সুভাষ সেন
    ১৯৯৪ নটী বিনোদিনী দীনেন গুপ্ত
    ১৯৯৪ লালিমা সুন্দরী অজিত গাঙ্গলি
    ১৯৯৪ আমিও মা সুখেন চক্রবর্তী
    ১৯৯৫ কথা ছিল তরুণ মজুমদার
    ১৯৯৫ রঙিন বসন্ত সন্দীপ চট্টোপাধ্যায়
    ১৯৯৫ মেজবউ বাবলু সমাদ্দার
    ১৯৯৫ সংঘর্ষ হরনাথ চক্রবর্তী
    ১৯৯৫ সংসার সংগ্রাম চিরঞ্জিৎ
    ১৯৯৬ হিমঘর সন্দীপ রায়
    ১৯৯৭ বহুরূপা অরবিন্দ মিত্র
    ১৯৯৭ মাতৃভূমি মিলন ভৌমিক
    ১৯৯৭ প্রতিরোধ শ্রীনিবাস চক্রবর্তী
    ১৯৯৭ সপ্তমী পল্লব ঘোষ
    ১৯৯৭ ভালোবাসা সমিত ভঞ্জ
    ১৯৯৮ আজকের সন্তান হরনাথ চক্রবর্তী

    অনুপকুমার অভিনীত মুক্তি না পাওয়া ছবি

    ১৯৭২ চলো কোলকাতা অশোক দাস
    ১৯৮১ কাঁচা পাকা সৃজন
    ১৯৮২ আশামুকুল প্রদীপ ভট্টাচার্য
    ১৯৮২/৮৩ রৌদ্ররেখা বিজয় চট্টোপাধ্যায়
    ১৯৮৩ আজব শহর শান্তনু ঘোষ
    ১৯৮৪ ছাগল সন্তোষ ঘোষাল
    ১৯৮৪ আলোয় ফেরা অজিত গঙ্গোপাধ্যায়
    (সেন্সার হয়েছিল)
    ১৯৮৫ মহীয়সী প্রহ্লাদ শর্মা
    ১৯৮৫ এই পৃথিবী পান্থশালা দিলীপ বন্দ্যোপাধ্যায়
    (সেন্সার হয়েছিল)
    ১৯৮৫ মহীয়সী প্রহ্লাদ শর্মা
    ১৯৮৫ এই পৃথিবী পান্থশালা দিলীপ বন্দ্যোপাধ্যায়
    (সেন্সার হয়েছিল)
    ১৯৮৫ রক্তরাগ অমল দত্ত
    ১৯৮৬ খোকা জয়ন্ত কর
    ১৯৮৬ শাশ্বতী খগেন রায়
    (সেন্সার হয়েছিল)
    ১৯৮৬ পরাজিত পরাশর রঞ্জিত দে
    (সেন্সার হয়েছিল)
    ১৯৮৬ জোড়া বলদ সমীর ঘোষ
    ১৯৮৬ আগমনী অনুপ সেনগুপ্ত
    ১৯৮৬/৮৭ ভিজে বেড়াল নন্দন মজুমদার
    ১৯৮৭ দুর্গা সনৎ দত্ত
    ১৯৮৭/৮৮ শুভলক্ষ্মী গৌতম সুর
    ১৯৮৮ রঙের বিবি প্রশান্ত নন্দী
    ১৯৮৮ অধিনায়ক শচীন গোস্বামী
    ১৯৮৮ মিলনদীপ দীপক ঘোষ
    ১৯৮৯ কামিনীকাঞ্চন চিত্তরঞ্জন দাস
    ১৯৮৯ দেয়ানেয়ার পালা বিকাশ সাহা
    ১৯৮৯ প্রেমের সাগরে উৎপল মিত্র
    (সেন্সার হয়েছিল)
    ১৯৮৯/৯০ মীমাংসা অমল দত্ত
    ১৯৯০ এক পলকের একটু দেখা নীতীশ রায়
    ১৯৯০ নায়ক-নায়িকা সলিল চট্টোপাধ্যায়
    ১৯৯০ মেরি দত্ত-র ফ্ল্যাট গৌতম গুপ্ত
    (সেন্সার হয়েছিল)
    ১৯৯১ বিভীষিকা প্রফুল্ল মুখোপাধ্যায়
    ১৯৯১ দামাল ছেলে সমিত ভঞ্জ
    ১৯৯১ ক্ষমা সুরজিৎ চৌধুরী
    (সেন্সার হয়েছিল)
    ১৯৯২ কোলকাতার যীশু  বিপ্লব চৌধুরী
    (সেন্সার হয়েছিল)
    ১৯৯২ শুভলগ্ন সুখেন চক্রবর্তী
    ১৯৯৭ শাস্তি হল দীপেন পাল

    সংকলন : সঞ্জয় সেনগুপ্ত ও হিমাদ্রী দাস

    হিন্দি ছবি (মুক্তিপ্রাপ্ত)

    ১৯৪৬ চন্দ্রশেখর দেবকী কুমার বসু
    ১৯৪৭ সব্যসাচী  অগ্রদূত
    ১৯৭২ পরিবর্তন দয়াশঙ্কর সুলতানিয়া
    ১৯৭৩ চিমনি কা ধূঁয়া* প্রভাতকুমার মুখোপাধ্যায়
    ১৯৭৬ কিতনে পাস কিতনে দূর দয়াশঙ্কর সুলতানিয়া
    ১৯৭৬ মৃগয়া মৃণাল সেন
    ১৯৭৬ শত্রু প্রমোদ চক্রবর্তী

    হিন্দি ছবি (মুক্তি না পাওয়া)

    কুরবানী এস. এন. ব্যানার্জী
    সুবহ কঁহী শাম কঁহী  অসিত চৌধুরী
    শ্যামজী রি মায়া অশোক রায়

    …………

    * ছবিটির নাম প্রথমে ছিল ‘প্রায়শ্চিত্’। পরে পালটে দেওয়া হয়। এই ছবিতে অনুপকুমার ‘অতিথিশিল্পী’ হিসেবে অভিনয় করেন।

    সংকলন : সঞ্জয় সেনগুপ্ত

    ওড়িয়া ছবি

    ১৯৯৪ কথা ছিল তরুণ মজুমদার

    নাটকে অভিনয় (পেশাদারি রঙ্গমঞ্চ)

    বছর নাম নির্দেশক
    ১৯৪৪ টিপু সুলতান মহেন্দ্র গুপ্ত
    ১৯৪৫ কঙ্কাবতীর ঘাট ,,
    ১৯৪৫ শ্রীরামচন্দ্র ,,
    ১৯৪৫ শতবর্ষ আগে ,,
    ১৯৪৭ স্বর্গ হতে বড়ো ,,
    ১৯৪৭ রাজসিংহ ,,
    ১৯৪৮ গোলকুণ্ডা ,,
    ১৯৪৯ নৌকাডুবি ,,
    ১৯৪৯ বিজয়নগর ,,
    ১৯৪৯ সম্রাট সমুদ্রগুপ্ত ,,
    ১৯৪৯ পরিচয়১ শিশিরকুমার ভাদুড়ী
    ১৯৫০ বিজয়া ,,
    ১৯৫০ শেষরক্ষা ,,
    ১৯৫১ তখত-এ-তাউস ,,
    ১৯৫১ দুঃখীর ইমান ,,
    ১৯৫১ আলমগীর ,,
    জনা ,,
    সাজাহান ,,
    রঘুবীর ,,
    ১৯৫২ সীতা ,,
    ১৯৫৩ শ্যামলী২ শিশির মল্লিক ও যামিনী মিত্র
    ১৯৫৫ পরিণীতা শিশির মল্লিক
    ১৯৫৭ শ্রীকান্ত শিশির মল্লিক
    ১৯৫৮ রাজলক্ষ্মী শিশির মল্লিক
    ১৯৫৯ ডাকবাংলো দেবনারায়ণ গুপ্ত
    ১৯৬০ পরমারাধ্য শ্রীশ্রীরামকৃষ্ণ দেবনারায়ণ গুপ্ত
    ১৯৬০ শ্রেয়সী ,,
    ১৯৬২ শেষাগ্নি ,,
    ১৯৬৩ তাপসী ,,
    ১৯৬৫ একক দশক শতক ,,
    ১৯৬৬ দাবী ,,
    ১৯৬৯ ঘর রাসবিহারী সরকার
    ১৯৭০ বেগম মেরী বিশ্বাস ,,
    ১৯৭২ মল্লিকা জ্ঞানেশ মুখার্জি
    ১৯৭৬ সম্রাজ্ঞী নূরজাহান৩ অনুপকুমার
    ১৯৭৬ অঘটন৪ জ্ঞানেশ মুখার্জি
    ১৯৭৮ কলরব ,,
    ১৯৭৮ ছদ্মবেশী রবি ঘোষ
    ১৯৮০ গ্রেট ইর্স্টান স্টোরস শ্যামল সেন
    ১৯৮৫ ইন্দ্রাণী অনুপকুমার
    ১৯৮৯ পান্নাবাঈ অরুণ বন্দ্যোপাধ্যায়
    ১৯৯০ কি বিভ্রাট গণেশ মুখার্জি
    ১৯৯১ স্বর্গ নরক দুলাল লাহিড়ী
    ১৯৯৩ খুঁজে ফিরি অনুপকুমার
    ১৯৯৪ চন্দনপুরের চোর সৌমিত্র চট্টোপাধ্যায়

    মন্তব্য :

    অনুপকুমার তাঁর নাট্যজীবনের শুরুর দিকে স্টার থিয়েটারে ‘গঙ্গাবতরণ’, ‘মদনমোহন’, ‘রানি ভবানী’, ‘মহালক্ষ্মী’, ‘রানি দুর্গাবতী’, ‘মা’ ইত্যাদি নাটকগুলিতেও সম্ভবত অভিনয় করেছিলেন।

    টীকা :

    ১.  জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত এই নাটকটির প্রথমে নাম ছিল ‘ভাবীমানব’। পরে মঞ্চস্থ করার সময় নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী নাটকটির নাম পালটে করে দেন— ‘পরিচয়’।

    ২. ‘শ্যামলী’ নাটকটি প্রথম পর্যায়ে ১৮ অক্টোবর ১৯৫৩ থেকে ১৩ জানুয়ারি ১৯৫৫ পর্যন্ত টানা ৪৮৪ রজনী স্টার থিয়েটারে অভিনীত হয়। যাতে নায়ক চরিত্রে রূপদান করেছিলেন উত্তমকুমার। পরে ২৪ ডিসেম্বর ১৯৫৮ থেকে ১৫ ফেব্রুয়ারি ১৯৫৯ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে নায়ক চরিত্রে নবকুমার লাহিড়ীকে নির্বাচন করে ‘শ্যামলী’ অভিনীত হয় স্টারে। দুবারই অনুপকুমার অভিনয় করেছিলেন।

    ৩. এটি দ্বিজেন্দ্রলাল রায়ে লেখা নাটক— ‘নূরজাহান’। প্রযোজক অনুপকুমার নাটকটি মঞ্চস্থ করার সময় নাম দেন— ‘সম্রাজ্ঞী নূরজাহান’। ১৯৭৬ সালে নিজ উদ্যোগে মধ্য কলকাতার ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট’ প্রেক্ষাগৃহটিকে নতুনভাবে সাজিয়ে উপরোক্ত নাটকটি মঞ্চস্থ করেন অনুপকুমার। কিন্তু মাত্র ১৮টি রজনী অভিনয়ের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রেক্ষাগৃহটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর অভিনেতা জহর রায়ের প্রচেষ্টায় নাটকটি ‘রঙমহল’-এ অভিনয় হতে শুরু হয় এবং জহর রায় নিজেও অভিনয়ে অংশ নিয়েছিলেন।

    ৪. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে বীরু মুখোপাধ্যায়ের নাট্যরূপায়ণে জ্ঞানেশ মুখোপাধ্যায় নির্দেশিত ‘অঘটন’ নাটকটিই হল অনুপকুমার অভিনীত সর্বাধিক জনপ্রিয় নাটক। বহুদিন ধরে বিভিন্ন মঞ্চে অজস্র রজনী অভিনয় ছাড়াও এ রাজ্যের ও দেশের বিভিন্ন প্রান্তে নাটকটি মঞ্চস্থ হয়েছে। কলকাতায় ১৯৭৬ সালের ২৫ নভেম্বর কাশী বিশ্বনাথ মঞ্চে ‘অঘটন’ নাটকের প্রথম অভিনয় হয়। এর পর বহু রজনী চলার পর ১৯৮০’র দশকে আবার ‘রঙ্গনা’ মঞ্চে অনেক রজনী চলে এই নাটকটি। শেষবার ১৯৮০’র দশকের প্রায় শেষের দিকে আবারও বেশ কয়েকরাত্রি সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয় এই নাটকটি।

    নাটকে অভিনয় (অপেশাদার মঞ্চ)

    শেষরক্ষা

    বিনি পয়সার ভোজ

    মুক্তির উপায়

    পুনর্জন্ম

    বিজয়া

    বৈকুণ্ঠের খাতা

    হঠাৎ নবাব

    দালিয়া

    কাবুলিওয়ালা

    ক্রুশবিদ্ধ কুবা

    অন্ধযুগ

    রাজকুমার

    আদর্শ হিন্দু হোটেল

    ঢাকা

    য্যায়সা কা ত্যায়সা

    সাজাহান

    নাট্যচক্রে (আই. পি. টি. এ.) অভিনয়

    জবানবন্দি

    শহীদের ডাক

    মশাল

    বিচার

    ইস্পাত

    আজকাল

    নির্বাচনী নাটকে অভিনয়

    খন্ডণ

    অভিনীত যাত্রা

    ১৯৮৮ আমি রাস্তার মেয়ে নই বিশ্বরূপ অপেরা
    ১৯৯১ সে আমার ছোটো বোন শিল্পীবন্দনা
    ১৯৯২ দাদা আমার পাগলা ভোলা ,,
    ১৯৯৩ মায়ের দুচোখে গঙ্গা  ,,

    বেতার-নাটকে অভিনয়

    ১।  ‘বিনি পয়সার ভোজ’

    রচনা— রবীন্দ্রনাথ ঠাকুর

    প্রযোজনা— জগন্নাথ বসু

    অভিনয়— অনুপকুমার (একক অভিনয়)

    সম্প্রচার— ৫ ডিসেম্বর ‘১৯৭৪

    ২। ‘পাখির চোখ’

    নাটক— মনোজ মিত্র

    প্রযোজনা— জগন্নাথ বসু

    অভিনয়— অনুপকুমার, তৃপ্তি মিত্র, জগন্নাথ বসু

    সম্প্রচার— ৯ অগস্ট ১৯৭৬

    ৩।  ‘পুনর্জন্ম’

    নামক— দ্বিজেন্দ্রলাল রায়

    পরিবেশনা— ‘শিল্পায়ন’ নাট্য সংস্থা

    নির্দেশনা ও অভিনয়ে— অনুপকুমার

    সম্প্রচার— ১৯ জুলাই ১৯৮৫

    সংযোজন—

    ৪। রটন্তীকুমার

    রচনা— পরশুরাম

    সংকলন— নিখিলরঞ্জন প্রামানিক

    দূরদর্শন নাটকে অভিনয়

    নাম নির্দেশক
    বিনি পয়সার ভোজ
    মুক্তির উপায়
    অঘটন
    বিলিতি বাঁশ সুপান্থ ভট্টাচার্য
    নায়িকা সংবাদ ,,
    রুদ্র সেনের ডায়েরি অঞ্জন দত্ত
    পরাশর বিভাস চক্রবর্তী
    যতকাৎ কাঠমামুর্তি সন্দীপ রায়
    বোসপুকুরে খুনখারাপি
    গ্রামোফোন রেকর্ডে অভিনয় :
    নাম রেকর্ড নং
    টিপু সুলতান (১৯৪৪)
    ভাইফোঁটা (১৯৪৫) N27561
    শতবর্ষ আগে (১৯৪৬) N27640— 647
    বিন্দুর ছেলে (১৯৪৬) GE2933—40
    শহীদ ক্ষুদিরাম (১৯৪৭) N27763
    রামের সুমতি
    পথের দাবী (১৯৪৯)
    বাঘা যতীন (১৯৪৯) N27986—988
    প্রভাস মিলন (১৯৪৯) N31107—114
    যেন ভুলে না যাই (১৯৫০) N31157
    (N— HMV : GE—কলম্বিয়া)

    অডিয়ো ক্যাসেটে অভিনয়

    অঘটন

    আমি মদন বলছি

    অনুপকুমার যে যে মঞ্চে অভিনয় করেছেন

    (পেশাদার মঞ্চ)

    ১। স্টার থিয়েটার ১১। রবীন্দ্রসদন
    ২। শ্রীরঙ্গম (পরবর্তীকালে বিশ্বরূপা) ১২। শিশির মঞ্চ
    ৩। কালিকা মঞ্চ ১৩। আকাদেমি
    ৪। কাশী বিশ্বনাথ মঞ্চ ১৪। অহীন্দ্র মঞ্চ
    ৫। ইউনিভার্সিটি ইনস্টিটিউট ১৫। কলামন্দির
    ৬। রঙ্গনা ১৬। শ্রীশিক্ষায়তন
    ৭। সুজাতা সদন ১৭। আইস স্কেটিং রিঙ্ক
    ৮। নেতাজী মঞ্চ ১৮। হিন্দি হাই স্কুল
    ৯। বাসুদেব মঞ্চ ১৯। মহাজাতি সদন
    ১০। তপন থিয়েটার ২০। বিজন থিয়েটার

    ১৯৯৮ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত বঙ্গ সংস্কৃতি সম্মেলনে মনোজ মিত্র রচিত ‘দম্পতি’ নাটকে শেষবারের জন্য মঞ্চে অভিনয় করেন অনুপকুমার। তখন তাঁর শরীর অত্যন্ত খারাপ। অভিনয় করতে করতে মঞ্চের উপর পড়ে গিয়েছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছা ছিল অভিনয়ের সংলাপ বলেই যেন তিনি পরপারে যেতে পারেন। প্রসঙ্গত এটিই অনুপকুমারের জীবনের শেষ অভিনয়। দেশে ফিরে কিছুদিনের মধ্যেই তাঁর জীবনাবসান হয়। এই নাটকে অনুপকুমারের স্ত্রী অলকা গঙ্গোপাধ্যায় ছাড়াও পাপিয়া অধিকারী-সহ অন্য আরও অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছিলেন।

    বইটি নির্মাণে যেসব বই ও পত্র-পত্রিকার সাহায্য নেওয়া হয়েছে

    ১। ‘আনন্দ বৈরাগী’ (অনুপকুমারের অভিনয় জীবনের পঞ্চাশ বছর উপলক্ষে প্রকাশিত সংকলন গ্রন্থ)

    প্রকাশক— শিল্পায়ন, ৪৯ বি, পাইকপাড়া রো, কলকাতা— ৭০০০৩৭

    প্রকাশকাল— আষাঢ় ১৪০১/জুলাই ১৯৯৪

    ২। সংসদ চরিতাভিধান (সাহিত্য সংসদ, জুলাই ২০১০)

    ৩। ‘প্রসাদ’ পত্রিকা (অগস্ট ১৯৭৩)

    ৫। ‘প্রসাদ’ পত্রিকা (আষাঢ় ১৩৭৭)

    ৬। বাংলার নটনটী/দেবনারায়ণ গুপ্ত (২য় খণ্ড, সাহিত্যলোক, অগস্ট ১৯৯০)

    ৭। বাংলার নটনটী/দেবনারায়ণ গুপ্ত (৩য় খণ্ড, নিউ বেঙ্গল প্রেস, সেপ্টেম্বর ১৯৯২)

    ৭। বাংলার নটনটী/দেবনারায়ণ গুপ্ত (৩য় খণ্ড, নিউ বেঙ্গল প্রেস, সেপ্টেম্বর ১৯৯২)

    ৮। বাংলার নটনটী/দেবনারায়ণ গুপ্ত (৪র্থ খণ্ড, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, ৩ সেপ্টেম্বর ১৯৯৬)

    ৯। বাংলা নাট্যাভিনয়ের ইতিহাস/ডঃ অজিতকুমার ঘোষ (জুলাই ১৯৮৫)

    ১০। বাংলা নাট্যকোষ/সন্ধ্যা দে (প্রতিভাস, ১৫ এপ্রিল ২০১০/১ বৈশাখ ১৪১৭)

    ১১। হারিয়ে যাওয়া দিনগুলি মোর/উত্তমকুমার চট্টোপাধ্যায় (সম্পাদনা : অভীক চট্টোপাধ্যায়, সপ্তর্ষি প্রকাশন, জানুয়ারি ২০১৩)

    ১২। আনন্দধারা/হেমন্ত মুখোপাধ্যায় (সম্পাদনা : অভীক চট্টোপাধ্যায়, সপ্তর্ষি প্রকাশন, জানুয়ারি ২০১৩)

    ১৩। রবি ঘোষ স্মারক সংকলনন গ্রন্থ (রবি ঘোষ স্মৃতি সংসদ, ৪ ফেব্রুয়ারি ১৯৯৮)

    ১৪। মান্না দে-র সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী স্মারক গ্রন্থ (১ মে ১৯৯৩)

    ১৫। অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় স্মরণ আলেখ্য গ্রন্থ (ডিসেম্বর ১৯৯৪)

    ১৬। কর্মক্ষেত্র (বিশেষ সংখ্যা ৭ এপ্রিল ১৯৮৯)

    ১৭। বর্তমান (৯ এপ্রিল ১৯৮৯)

    ১৮। সানন্দা (৩১ জানুয়ারি ১৯৯৭)

    ১৯। তেহাই (উত্তমকুমার সংখ্যা, জানুয়ারি ২০১০)

    ২০। সাতাত্তর বছরের বাংলা ছবি/সম্পাদনা ও গ্রন্থনা : তপন রায় (বাপী প্রকাশনী, অগস্ট ১৯৯৬)

    এছাড়া ‘বেতার জগৎ’, সিনেমার বুকলেট ও বিভিন্ন পত্র-পত্রিকা। বিশেষ কতৃজ্ঞতা।

    তরুণ মজুমদার, অলকা গঙ্গোপাধ্যায়, হিমাদ্রি দাস, অরবিন্দ দাস কৃতজ্ঞতা

    নিখিলরঞ্জন প্রামাণিক, সুশান্তকুমার চট্টোপাধ্যায়, সঞ্জয় সেনগুপ্ত, তপজা মিত্র, ‘অভিনেত্রী সংঘ’।

    অনুপকুমারের বৈচিত্র্যময় কর্মকাণ্ডের প্রদত্ত তালিকাগুলি সম্পূর্ণ— এমন দাবি করা হচ্ছে না। পাঠকদের সুচিন্তিত পরামর্শ ও তথ্যের জন্য আগাম আবেদন জানাচ্ছি, যা দ্বিতীয় সংস্করণে অবশ্যই সংযোজিত হবে। আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বইটির নির্মাণে যা কিছু ত্রুটি রয়ে গেল, তার জন্য সম্পাদক হিসেবে আগাম মার্জনা চাইছি।

    —অভীক চট্টোপাধ্যায়।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারিয়ে যাওয়া দিনগুলি মোর – উত্তমকুমার চট্টোপাধ্যায়
    Next Article নাম প্রকাশে অনিচ্ছুক – অভীক দত্ত

    Related Articles

    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    সত্যজিৎ রায়

    মানপত্র সত্যজিৎ রায় | Maanpotro Satyajit Ray

    October 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025
    Our Picks

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১২

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১৩

    December 12, 2025
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2025 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }