A−A+⟲ ❤️0 আশায় আশায় (হাফেজ) নাই বা পেল নাগাল, শুধু সৌরভেরই আশে অবুঝ, সবুজ দূর্বা যেমন জুঁই-কুড়িটির পাশে বসেই আছে, তেমনি বিভোর থাক রে প্রিয়ার আশায়; তার অলকের একটু সুবাস পশবে তোর এ নাসায়। বরষ-শেষে একটি বারও প্রিয়ার হিয়ার পরশ জাগাবে রে তোরও প্রাণে অমনি অবুঝ হরষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11