A−A+⟲ ❤️0 খেয়ালি খেয়ালি আয় রে পাগল আপন-বিভোল খুশির খেয়ালি হাতে নিয়ে রবাব-বেণু রঙিন পেয়ালি! ভোজপুরিদের প্রমত্ততায় মাতুক ওরা রাজার সভায় আঙিনাতে জ্বালরে তোরা অরুণ-দেয়ালি স্বপনলোকের পথিক তোরা ধরার হেঁয়ালি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16