Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    সাইলাস মারনার – জর্জ ইলিয়ট

    January 20, 2026

    কলিকাতার কথা (আদিকাণ্ড) – প্রমথনাথ মল্লিক

    January 20, 2026

    দশরূপা – সৌমিত্র বিশ্বাস

    January 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    মিলন নাথ এক পাতা গল্প529 Mins Read0
    ⤶ ⤷

    ৩২. বাণী বিচিত্রা

    বাণী বিচিত্রা

    ১. এক ঘণ্টা যদি গরিব লোকের দুঃখ মোচনের জন্য ব্যয় করা হয়, তা ছ’মাস মসজিদে বসে ইবাদত করার সমান।

    –আল-হাদিস

    ২. কাম মানুষের চিরকালের শত্রু, একে কিছুতেই তুচ্ছ করা যায় না–এটা আগুনের মতো তাপ দেয়, এটা জ্ঞানকে চাপিয়ে রাখে।

    শ্রীশ্রীগীতা

    ৩. মরণের সময়ে যিনি আমাকেই ভাবিতে ভাবিতে দেহত্যাগ করেন, তিনি আমাকে প্রাপ্ত হন সন্দেহ নেই।

    শ্রীশ্রীগীতা

    ৪. নিজেকে কখনো বৃদ্ধ মনে করবেন না, তা হলেই দেহমন সদা সতেজ ও সক্রিয় থাকবে এবং দীর্ঘায়ু হতে পারবেন।

    –নাসিরউদ্দীন

    ৫. সোবেহ, শামকি হাওয়া
    লাখো রোপেয়া কি দাওয়া।

    –হাকিম আজাল খান

    ৬. যে-ব্যক্তি প্রতিশ্রুতি দেয় যে, সে মানুষের কাছে কিছুই চাইবে না, আমি তাকে স্বর্গের প্রতিশ্রুতি দেই।

    শ্রীশ্রীগীতা

    ৭. অতীতকে ছোট করে দেখা যেমন উচিত নয়, তেমনি অতীতকে অতিরিক্ত মূল্য দেয়া ক্ষতিকর। অতীত নিয়ে বড়াই সেফ শিশুসুলভ মানসিকতা। আবুল ফজল

    ৮. অনাবশ্যক ব্যাপারে কখনো লিপ্ত হবে না।

    স্বামী দয়ানন্দ অবধূত

    ৯. অলস, অভিমানী, উদ্যোগশূন্য, অপবাদভীত ও দীর্ঘসূত্রী ব্যক্তি কিছুতেই অর্থলাভে কৃতকার্য হয় না।

    রামায়ণ

    ১০. মানুষ ম্যাজিসিয়ান হতে পারে, আজগুবী অলৌকিক শক্তির অধিকারী হতে পারে।

    কবীর চৌধুরী

    ১১. মানুষ অশান্তি চায় না, আবার মানুষই অশান্তির কারণ।

    –আবু জাফর শামসুদ্দীন

    ১২. এই দুনিয়াটা সাপের মতো, ধরতে খুব নরম, কিন্তু এর কামড় বড় মারাত্মক।

    –হযরত আলি (রা.)

    ১৩. অজ্ঞ লোক পাথরের মতো, এ থেকে কোনো পানি নির্গত হয় না।

    –হযরত আলি (রা.)

    ১৪. আইনের চেয়ে অধিকার অনেক শ্রেয়।

    স্যার লিউস মরিস

    ১৫. সর্বদা আত্মার উন্নতির জন্য চেষ্টা করবে।

    –স্বামী দয়ানন্দ অবদূত

    ১৬. যে নিজেকে জানে, সে আল্লাহকে জানে।

    –হযরত আলি (রা)

    ১৭. বোকা লোক ঘনঘন মত বদলায়।

    –হযরত আলি (রা.)

    ১৮. মূর্থের জ্ঞান শোনার চেয়ে খারাপ জ্ঞানীর ভর্ৎসনা অনেক ভালো।

    বাইবেল

    ১৯. ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরতে পারে না।

    বাইবেল

    ২০. যে-ব্যক্তি স্বহস্তে আয় করে, হাতেম তাই-এর দান তাকে খাটো করতে পারে না।

    –শেখ সাদি

    ২১. মানুষের ইচ্ছাপূরণ হয় না বলেই পৃথিবীতে এতো উত্তেজনা।

    –শংকর

    ২২. জীবনে হোক আর জীবনাবসানেই হোক, একজন উত্তম ব্যক্তির মন্দ কিছুই ঘটতে পারে না।

    –সক্রেটিস

    ২৩. উদ্যোগী পুরুষসিংহ কেবলমাত্র লক্ষ্মীকেই পায় না, সরস্বতাঁকেও পায়।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ২৪. যে ব্যক্তি মনেপ্রাণে চেষ্টা করে, তার উন্নতি হবেই।

    –সৈয়দ সব্যসাচী

    ২৫. যে সমস্যাজড়িত, কখনো তার উপদেশ গ্রহণ কোরো না।

    ঈশপ

    ২৬. পরামর্শ বুদ্ধিকে পরিপক্ব করে।

    ড্রাইডেন

    ২৭. উপকার করার ইচ্ছাটাই সব নয়, উপকার করার পন্থাটাও জানা দরকার।

    –প্রমথনাথ বিশী

    ২৮. আমাদের দেশে সাধারণত বিদ্বান পণ্ডিতরা রসিক হন না, আবার রসিকেরা বিদ্বান হন না। যারা জীবন উপভোগ করতে পারেন, রসিকতা তাদেরই। তাই তো পশ্চিমের পণ্ডিতেরা রসিক। আমাদের দেশের পণ্ডিতেরা হাসতেও দ্বিধা করেন।

    নিমাই ভট্টাচার্য

    ২৯. বিশ্বব্যাপী মহিমা মাত্র এক ঘণ্টার অধঃপতন দ্বারা নষ্ট হয়ে যেতে পারে।

    –হযরত আলি (রা.)

    ৩০. তিন কারণে জীবন দুঃখময় হয়, প্রতিহিংসাপরায়ণতা, ঈর্ষা ও চরিত্রহীনতা।

    –হযরত আলি (রা.)

    ৩১. একগুঁয়েমি ভালো কাজেই ভালো, মন্দ কাজে নয়। –শিবনাথ শাস্ত্রী ৩২. ওষুধ বেশির ভাগ ক্ষেত্রেই নতুন রোগের সৃষ্টি করে।

    ভার্জিল

    ৩৩. যে কথা কম বলে তাকে বোঝা মুশকিল।

    জন সিমসন

    ৩৪. যারা সবসময় পান করে তারা স্বাদ গ্রহণ করে না, আর যারা সর্বদা কথা বলে তারা চিন্তা করে না।

    –প্রাইসর

    ৩৫. আমি কথা বলি কম, কিন্তু অন্যের সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত নিই না।

    উইলিয়াম সাউন্ড

    ৩৬. ভালো কথা মন্দলোকে বললেও তা গ্রহণ করবে।

    সক্রেটিস

    ৩৭. যে নিজের দেশ ছেড়ে কোথাও যায় না, সে কুসংস্কারে পূর্ণ থাকে।–গোডেনি

    ৩৮. শরীরে শরীর রাখলে যখন আর বাজে না জলতরঙ্গ, তখনই পরকীয়া প্রেমের অমোঘ আকর্ষণে গৃহবধূ বারবিলাসিনী হয়ে যায়।

    –সিগমন্ড ফ্রয়েড

    ৩৯. দশজন শুভাকাঙ্ক্ষী যতখানি ভালো করতে পারে, একজন শত্রু তার চেয়েও বেশি ক্ষতিসাধন করতে পারে।

    –ফেডারিক রেনল্ড

    ৪০. সকল প্রকার যন্ত্রণার মহৌষধ হচ্ছে আনন্দময় ঘুম। ক্রিস্টিনা

    রসেটি

    ৪১. সাধারণ লোকের চাহিদাও অতি সাধারণ।

    ভার্লি

    ৪২. জ্ঞান মানুষকে দ্বিতীয়বার চক্ষুদান করে।

    সমরেশ দেবনাথ

    ৪৩. গাছের কচিপাতা যেভাবে বিকশিত হয়, কাব্যকেও সেভাবে পল্লবিত হতে দাও।

    জন কীটস

    ৪৪. প্রণাম করার পা কোথায়?

    –অরুণ মিত্র

    ৪৫. আমার মনে হয় নিঃসঙ্গতারও যদি কোন নাম ধরে ডাকা যায়, তাহলে সবাই একসঙ্গে সাড়া দেবে।

    –অরুণ মিত্র

    ৪৬. যে-প্রেম প্রতিদিন নতুন করে সৃষ্টি না করা হয়, সেই প্রেম দিনে দিনে অভ্যাসে পরিণত হয়ে একদিন দাসত্বের রূপ নেয়।

    খলিল জিবরান

    ৪৭. হিংসা যেমন মানুষকে বড় করে তেমনি আবার ধ্বংসও করে।

    সমরেশ দেবনাথ

    ৪৮. বিনষ্ট কোরো না এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা কোরো না–এটা প্রকৃতির আইন।

    –জন গ্লান্ট

    ৪৯. ভালো ভোজন বুব্ধিকে তীক্ষ্ণ ও নরম করে।

    –ডোরান

    ৫০. ডিনারে যতো উপাদেয় খাদ্যদ্রব্যই থাকুক না কেন, সঙ্গী ভালো না হলে তা সুস্বাদু মনে হবে না।

    জেমস হুইটকম্ব

    ৫১. পরিমাপ করে খাদ্য খাও, কিন্তু পরিমাপ করে পানি পান কোরো না।

    অলটন

    ৫২. যাহার যোগ্যতা যত অল্প, তাহার আড়ম্বর তত বেশি। –রবীন্দ্রনাথ ঠাকুর৫৩. এমন কেউ নেই, যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে। জন ক্লার্ক ৫৪. নিরাশ হয়ো না, তাতে আয়ু কমে যায়।

    অ্যারিস্টটল

    ৫৫. আমার জিহ্বা যদিও আত্মা নয়, তবু তার ইচ্ছা আছে।

    শেক্সপীয়ার

    ৫৬. ইতিহাস এমন একটি বিষয় যা কখনো ঘটেনি এবং এমন লোকের দ্বারা লিখিত যে কখনো সেখানে ছিলো না।

    যাযাবর

    ৫৭. জয়ী হবে যদি তোমরা আল্লাহর প্রতি দৃড় ইমান রাখতে পার।

    –আল-কোরআন

    ৫৮. বিধাতা যখন উজ্জ্বল প্রভাত দেন, তখন তা সবার জন্য দেন।

    –জেফারসন কেভিস

    ৫৯. মানবচিন্তার অগ্রগতিই আমার কাছে ঈশ্বরের একমাত্র অবতীর্ণ বাণী।

    ফ্রাংক হ্যারিস

    ৬০. ভেবে উত্তর দাও, নতুবা পরে লজ্জিত হবে।

    অ্যারিস্টটল

    ৬১. আত্মকেন্দ্রিক লোক দ্বারা সমাজের কোনো উন্নতি হয় না।

    জর্জ ব্লো

    ৬২. যার জীবনে পতন নেই, তার উত্থানও নেই।

    কার্ল স্যান্ডবার্গ

    ৬৩. ভাবুকরা উপদেশ দিতে পারেন, কিন্তু কাজ করতে পারেন না।

    মার্থা গ্রীন

    ৬৪. ভালো করে না দেখে কিছু পান করবে না, ভালো করে না পড়ে কিছুতে সই দেবে না।

    স্পেনীয় প্রবাদ

    ৬৫. পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।

    ইয়ং

    ৬৬. মেঘ যদি না থাকত তবে আমরা রৌদ্রকে উপভোগ করতে পারতাম না।

    জন রে

    ৬৭. যে ঋণী সে কৃতজ্ঞ নহে।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ৬৮. একজন ঐতিহাসিককে এমন ভূতের সঙ্গে তুলনা করা চলে, যে নাকি অতীতের কথা বলে।

    হফম্যান

    ৬৯. অতিরিক্ত ধনলিপ্সা বয়সকে অস্বীকার করার মতো পাপ।

    ব্রান ক্র্যাফট

    ৭০. বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ।

    –ডেমোক্রিটাস

    ৭১. নম্রতা ও ভদ্রতা গুণ দুটো মানুষের জীবনের পুরাতন ঐশ্বর্য।

    –জে. এস. মিল

    ৭২. ওষুধ প্রয়োগ যথাযথ না হলে তা নতুন রোগের বিকাশ ঘটায়।

    হিপোক্র্যাটস

    ৭৩. পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিষ্টি কথাও তেতো মনে হয় এবং তেতো কথাও মিষ্টি লাগে।

    –শেখ সাদি

    ৭৪. সত্য কথা খুব স্পষ্ট করে বলো–অসাধুরা ভয় পাবে।

    –বেন জনসন

    ৭৫. তোমার পাশে দেয়াল আছে, কথা সাবধানে বলো।

    শেখ সাদি

    ৭৬. কথা তো সবাই বলে, কিন্তু সবার কথা কি হৃদয়ে মিশে যায়?

    উইলিয়াম উইন্টার

    ৭৭. একের কথার উপর আরেক মানে চাপিয়ে পৃথিবীতে মারামারি খুনোখুনি হয়।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ৭৮. কথা কমাইয়া দাও, কাজ আপনিই ঠিক হইবে।

    –লাওৎ সে

    ৭৯. শক্ত কথায় তুলার ন্যায় নরম অন্তরও পাথরের মতো শক্ত হয়ে যায়।

    ইমাম গাজ্জালি (র.)

    ৮০. প্রত্যেক কথা ধৈর্য ধরে শোনা একটা ভালো অভ্যেস।

    লুসি লারকম

    ৮১. সমুদ্রকে নিয়ে কবিতা লেখো, কিন্তু সমুদ্রের বিশাল ঢেউয়ের কাছে আত্মসমর্পণ কোরো না।

    –জর্জ স্যান্ড

    ৮২. কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা। সে শেষ হয়েও শেষ হয় না।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ৮৩. আমি শয্যাশায়ী অবস্থাতেও কিছু-না-কিছু কাজ করে যাব।

    ডরোথিয়া

    ৮৪. কাজের মধ্যে ফাঁকি দেবেন না, তা হলে নিজেই একদিন ফাঁকিতে পড়ে যাবেন।

    —ডেল কার্নেগি।

    ৮৫. মৌমাছিকে আমরা এজন্য পছন্দ করি যে, তারা অপরের জন্য কাজ করে।

    জাহেজ

    ৮৬. স্থবির বটবৃক্ষেরও একটি ভূমিকা আছে।

    সিনেকো

    ৮৭. পরিশ্রমী মানুষের সুখ সবচেয়ে বেশি মাধুর্যমণ্ডিত।

    –ওল্ড টেস্টামেন্ট

    ৮৮. আগে কাজ করো তারপর বিশ্রাম নাও।

    –রাসকিন

    ৮৯. কর্মই বিরক্ত, পাপ ও দরিদ্রতা–এ তিনটি অমঙ্গল দূরীভূত করে।

    ভলতেয়ার

    ৯০. কাজের মধ্য দিয়ে সঙ্গী সৃষ্টি হয়।

    –গ্যেটে

    ৯১. কর্মবিমুখ লোকেরাই অতিরিক্ত কল্পনাবিলাসী হয়ে থাকে।

    যোসেফ বিলিংস

    ৯২. গোলাপের যে কারণে কাটা….স্ত্রীলোকেরও সেই কারণে তীক্ষ্ণ কথায় মর্মচ্ছেদ করার অভ্যাস।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ৯৩. পুরুষের তুলনায় মেয়েরা অনেক বেশি নিষ্ঠুর এবং নির্মম।

    বি. সি. রায়

    ৯৪. করুণা করা ভালো, কিন্তু করুণা যেন কাউকে অলস করে না তোলে।

    ডব্লিউ. এস. গিলবার্ট

    ৯৫. প্রতিটি মানুষের মধ্যে একটি কান্নার সমুদ্র রয়েছে। উইলিয়াম লিওনার্দ ৯৬. প্রমাণ মানে না যে যুক্তি সেই তো কু-যুক্তি।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ৯৭. মহিলাদের কৌতূহল সাধারণত কিছু-কিছু জায়গাতেই সীমাবদ্ধ থাকে।

    জন পোল

    ৯৮. অজানাকে জানার জন্য মানুষের কৌতূহল এবং কৌতূহল থেকেই বিজ্ঞানের যাত্রা শুরু।

    ইমারসন

    ৯৯. কৃপণ যতই ধনী হোক লাঞ্ছিত হবে, দানশীল যতই গরিব হোক বাঞ্ছিত হবে।

    অ্যারিস্টটল

    ১০০. ঈর্ষা, ক্রোধ আর ভয় জীবনের পরম শত্রু।

    –স্কট

    ১০১. অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে একবারও না।

    সাইরাস

    ১০২. এমন কোনো রাজা নেই, যার ক্ষমতার লোভ নেই।

    স্যার উইলিয়াম জোন্স

    ১০৩. ক্ষমতা সবচেয়ে বড় মদের নেশার মতো। যাকে একবার পেয়ে বসে তাকে জীবনে শেষ করে দেয়।

    বি. সি. রায়

    ১০৪. জাতীয় সংবাদপত্র জাতির কণ্ঠস্বর–সে কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া মানে জাতিকে বোকা বানিয়ে দেওয়া।

    আবুল ফজল

    ১০৫. পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন। একটি হচ্ছে নিজের জন্য খ্যাতি অর্জন করা এবং অন্যটি হচ্ছে সেটাকে ধরে রাখা।

    রবার্ট সুম্যান

    ১০৬. গণতন্ত্র মাথা গোনে, মস্তক অর্থাৎ ঘিলুর খোঁজ নেয় না।

    অজ্ঞাত

    ১০৭. নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদে রাখা।

    –জন ম্যাকি

    ১০৮. ধর্মীয় গোঁড়ামি সবচেয়ে মারাত্মক।

    আবুল ফজল

    ১০৯. গ্রাম হচ্ছে মুরগির ছানা, যাদের শহর তৃপ্তির সাথে ভক্ষণ করে।

    জর্জ হার্বার্ট

    ১১০. ঘুমন্ত বিড়ালের মতো হাঁটার চেয়ে বসে থাকা অনেক ভালো।

    জন টেলর

    ১১১. শক্রতা শ্রেয়ঃ কিন্তু ঘৃণা ভয়ংকর।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ১১২. আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার-আচরণের ফল। অ্যা

    রিস্টটল

    ১১৩. সাধারণ লোকের অসাধারণ চাহিদা চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

    জন ওয়েবস্টার

    ১১৪. মানুষের কিছু চিরন্তন চাহিদা রয়েছে, যাকে অস্বীকার করার উপায় নেই।

    সিনেকা

    ১১৫. শিশু ও মূর্খরা সবকিছু চায়, কারণ গুণাগুণ বিচারের বুদ্ধি তাদের নেই।

    সাভাইস

    ১১৬. চিঠি হচ্ছে লেখার অক্ষরে এঁকে যাওয়া।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ১১৭. সারাদিন মানুষ যা চিন্তা করে, তাই হল সে।

    ইমরাসন

    ১১৮. বড় বড় চিন্তাগুলো হৃদয় থেকে উদ্ভূত হয়ে থাকে।

    ভাউভেনারগাস

    ১১৯. দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল ব্যস্ত থাকুন।

    –ডেল কার্নেগি

    ১২০. যারা সব জীবনের একটা সুন্দর অর্থ খোঁজেন তারা সবসময়ই সৎ চিন্তা করেন।

    –স্কট

    ১২১. সকালে চিন্তা করো, দুপুরে কাজ করো, সন্ধ্যায় খাও এবং রাতে ঘুমাও।

    উইলিয়াম ব্রেক

    ১২২. যিনি সৎচিন্তা করেন, তিনি স্বর্গে বাস করেন।

    টমাস ব্যান্ডলক

    ১২৩. যত চিন্তা করতে থাকবে, ততই চিন্তা বাড়তে থাকবে।

    বি. সি. রায়

    ১২৪. প্রভুরা এক চোখ দিয়ে যা দেখে, ভৃত্যরা দশ চোখ দিয়েও তা দেখে না।

    –জর্জ হার্বার্ট

    ১২৫. পৃথিবী তরুণ-তরুণীদের জন্য।

    বার্ট্রান্ড রাসেল

    ১২৬. দুশ্চিন্তা ছাড়া সুচিন্তার অবকাশ নেই।

    –অজ্ঞাত

    ১২৭. সামাজিক নিরাপত্তার অভাব মানুষকে চোর বানায়।

    –জন ফ্রেবল

    ১২৮. বৃহৎ ও ক্ষুদ্র দু’জনেই দুজনের প্রয়োজনে আসবে।

    লা কন্টেইন

    ১২৯. জগতে এমন কোনো রাজশক্তি নেই, যা সমবেত জনগণের অপ্রতিহত বেগ রোধ করতে পারে।

    দেশবন্ধু চিত্তরঞ্জন

    ১৩০. যারা বিশ্বাস করে যে তারা জয় করতে পারে, তারাই জয় করতে পারে।

    ড্রাইডেন

    ১৩১. ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় যে, জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ১৩২. আনন্দের মধ্যেই জীবনের অবস্থান, বিষাদ মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করে।

    -বেয়ার্ড টেলর

    ১৩৩. জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃষহ হয়ে ওঠে না।

    লুইস ক্যারল

    ১৩৪. জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ বন্ধু।

    –কোলরিজ

    ১৩৫. টাকার প্রশ্নে সবাই এক ধর্মাবলম্বী।

    ভলতেয়ার

    ১৩৬. মানুষ ঠকানো ব্যবসা সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা।

    আবুল ফজল

    ১৩৭. নির্বোধকেই দু’বার ঠকানো যেতে পারে।

    ড্রাইডেন

    ১৩৮. ডিম না ভেঙে কখনো ডিমের ওমলেট বানানো যায় না।

    বোরেনস পিইরি

    ১৩৯. মানুষের জীবনে ত্যাগ থাকা ভালো, কিন্তু তা যেন অর্থবহ হয়।

    –মিল্টন

    ১৪০. দয়া একটি সোনার শিকল যা দ্বারা সমাজ একত্রিতভাবে বাধা আছে।

    গ্যেটে

    ১৪১. যে নারী স্বামীর সাধন পথের সহায়ক না হয়ে অন্তরায় হয়েছেন, তিনি তাঁর নারী জীবনকে ব্যর্থ করে দিয়েছেন।

    –ডা. লুৎফর রহমান

    ১৪২. যে সবচেয়ে বেশি দেয়, সেই সবচেয়ে বেশি পেয়ে থাকে।

    শ্রীরামকৃষ্ণ

    ১৪৩. দাসত্ব যদি অন্যায় না হয়, তবে পৃথিবীতে অন্যায় বলে কিছু নেই।

    আব্রাহাম লিংকন

    ১৪৪. একজন বদমায়েশ দেশপ্রেমকে তার শেষ আশ্রয় হিসেবে প্রয়োগ করে।

    জনসন

    ১৪৫. কলুষময় দৃষ্টির অধিকারী হওয়ার চেয়ে অন্ধ হওয়া ভালো।

    একিং স্টং

    ১৪৬. সমাজই ধনী-গরিব সৃষ্টি করে, ঈশ্বর নয়।

    কার্ল মার্কস

    ১৪৭. মানবতাই মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত।

    বার্ট্রান্ড রাসেল

    ১৪৮. চিত্তকে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম।

    –ডা. লুৎফর রহমান

    ১৪৯. এ যুগে কাউকেও জোর করে বেহেশতে পাঠাবার বা নিয়ে যাবার অধিকার কারো নেই।

    আবুল ফজল

    ১৫০. যখন অবসর পাও, সাধনা করো আর তোমার প্রভুর প্রতি অনুরক্ত হও।

    –আল-কোরআন

    ১৫১. সময় বেশি লাগলেও ধৈর্যের সাথে কাজ করো, তা হলেই প্রতিষ্ঠা পাবে।

    –ডব্লিউ. এস. ল্যান্ডার

    ১৫২. যাকে মান্য করা যায় তার কাছে নত হও।

    –টেনিসন

    ১৫৩. সৃষ্টি মুহূর্তে ঈশ্বর একটি গোলাপ, একটি লিলি, একটি ঘুঘু, একটি সাপ, একটি আপেল ও একমুঠো কাদা সংগ্রহ করেছিলেন–এদের সংমিশ্রিত করার পর তাকিয়ে দেখলেন যোগফল হয়েছে নারী।

    –ওমর খৈয়াম

    ১৫৪. মদ, মেয়ে, তাস–এই তিনে সর্বনাশ।

    অজ্ঞাত

    ১৫৫. নারীর যদি কোনো গৌরব থাকে সে তার প্রেম!

    জরাসন্ধ

    ১৫৬. সব মানুষের সমৃদ্ধি তার হাতের মুঠোয়। যে পারে সে সব পারে।

    যতীন বন্দ্যোপাধ্যায়

    ১৫৭. কোনো সুসভ্য মানুষ আনন্দকে বয়কট করে না।

    অস্কার ওয়াইল্ড

    ১৫৮. যুদ্ধ করার চেয়ে সন্ধি করার বিদ্যাটা ঢের বেশি দুরূহ।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ১৫৯. অন্যান্য বিষয়ের সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে যৌনবিজ্ঞানও পাঠ্যবিষয় হওয়া উচিত।

    –হ্যারল্ড রবিন্স

    ১৬০. শত্রু সবসময় দরোজার শেষে দাঁড়িয়ে থাকে।

    ভার্জিল

    ১৬১. একজন লোভী মানুষকে আমরা সবাই ঘৃণা করি।

    জন রে

    ১৬২. বন্ধু অপেক্ষা শত্রুকে পাহারা দেওয়া সহজ।

    –অলক নেয়ল

    ১৬৩. অন্যকে শান্তির পথ দেখাইয়া দিতে পারিলে তাহাতে লাভ আছে।

    –স্বামী দয়ানন্দ অবধূত

    ১৬৪. যার শুরু খারাপ, তার শেষও খারাপ।

    –ইউরিপিডিস

    ১৬৫. শূন্য ভিক্ষাপাত্রের মতো ভারী জিনিস আর কিছুই নেই।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ১৬৬. অসৎ মানুষের বদান্যতার কোনো মূল্য নেই।

    পি.জে. বেইলি

    ১৬৭. সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও মূল্যবান জিনিস।

    ফ্রান্সিস বেকন

    ১৬৮. অন্যের দোষ দেখার পূর্বে নিজের দোষ সংশোধন করা কর্তব্য।

    –স্বামী দয়ানন্দ অবধূত

    ১৬৯. একজন জ্ঞানী ব্যক্তি অনেক বেশি সুযোগের সন্ধান পেতে পারেন।

    –জন ফ্লোরিও

    ১৭০. কলহপ্রিয়তা একধরনের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য।

    টমাস হুড

    ১৭১. টাকা সব প্রশ্নের উত্তর দিতে পারে।

    –আর্থার হুগ

    ১৭২. মেয়েদের কাছে পৃথিবী হলো তার স্বামী, পরিবার, গৃহ ও সন্তান।

    হিটলার

    ১৭৩. পুরুষমানুষ কাজ করে, চিন্তা করে, আর মেয়েরা সবকিছু অনুভব করে।

    এক্রিস্টিনা রসেটি

    ১৭৪. প্রয়োজনের তাগিদ ধৈর্য ধরতে জানে না।

    –চালর্স ডালমন

    ১৭৫. বিয়ে হওয়ার এক বছর পর ছেলেদের বয়স সাত বছর বেড়ে যায়।

    বেকন

    ১৭৬. বিশ্বাস যেখানে আছে, সেখানে কৌশল খাটানো উচিত নয়।

    হুইটিয়ার

    ১৭৭. সবার সঙ্গে যে তাল মিলিয়ে কথা বলে যে ব্যক্তিত্বহীন।

    মার্ক টোয়েন

    ১৭৮. যার যে বই পড়তে ভালো লাগে, তা-ই তার পড়া উচিত।

    স্যামুয়েল জনসন

    ১৭৯. গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু ও তেমনি একটি বিশেষ জাতের মানুষ।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ১৮০. সমস্ত জীবনের জন্য একজন প্রকৃত বন্ধুই যথেষ্ট।

    হেনরি অ্যাডামস

    ১৮১. কোনো প্রাণীকেই নীচ প্রকৃতির বলা চলে না। নীচতা হল কেবলমাত্র মানুষেরই বৈশিষ্ট্য।

    –জিম করবেট

    ১৮২. পৃথিবীতে ধর্ম অনেকগুলো, কিন্তু নৈতিকতা একটিই।

    রাসকিন

    ১৮৩. নীরবতা মঙ্গল না করলেও ক্ষতি করে না।

    –জর্জ রিচার্ড

    ১৮৪. পতিতারা হল আমাদের ঘরবাড়ি ও মা-বোনদের পবিত্রতার রক্ষাকবচ।

    লিকি

    ১৮৫. ন্যায়বিচারের মতো এমন প্রকৃত মহৎ ও ঈশ্বরতুল্য সদগুণ আর নেই।

    –এডিসন

    ১৮৬. টেবিলে বসে শেখাও ছেলে
    বৌকে শেখাও বিছানায় ফেলে।

    চীনা প্রবাদ

    ১৮৭. ভাগ্য নিয়ে অজস্র কথার ফুলঝুড়ি ফোঁটানোর কোনো অর্থ হয় না। সে তো আমার হাতের মুঠোর মধ্যে, আমিই আমার ভাগ্যনিয়ন্ত্রক।

    নেপোলিয়ন বোনাপার্ট

    ১৮৮. নতুন প্রেমে নতুন মধু।
    আগাগোড়া কেবল মধু।
    পুরাতন অম্লমধুর একটু ঝাঁঝালো।

    বরীন্দ্রনাথ ঠাকুর

    ১৮৯. বোকারা দুর্ভাগ্যের মাধ্যমেই জ্ঞান লাভ করে।

    ডেমোক্রিটাস

    ১৯০. যে যত জ্ঞানী হয়, তার দুঃখ তত বেশি বৃদ্ধি পায়।

    –মিল্টন

    ১৯১. নিজেকে বড় ভাবাও যেমন দোষের, তেমনি ছোট ভাবাও দোষের। নিজের সম্বন্ধে যথাযথ ধারণা থাকা উচিত।

    কার্ভেন্টিস

    ১৯২. চোখ বন্ধ করলেই তুমি অন্ধকার দেখবে, কাজেই তুমি চোখ খোলা রাখো।

    উইলিয়াম মরিস

    ১৯৩. নারীহাস্যে পৃথিবীতে যত প্রকার অনর্থপাত করে, তার মধ্যে বুদ্ধিমানের বুদ্ধিভ্রমও একটি।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ১৯৪. অন্যের উপর নির্ভর করা একধরনের রোগ, এর ফলে জীবনে উন্নতি করা যায়।

    মনিটা ফ্রিজ

    ১৯৫. শ্রম বিনা শ্রী হয় না।

    উপনিষদ

    ১৯৬. যে-ব্যক্তির বেশভূষরে মধ্যে শৃঙ্খলা নেই, সে মানসিকভাবে অসুস্থ।

    –বেন জনসন

    ১৯৭. নির্বোধও অত্যাচারের প্রতিবাদ করে।

    ইনবার্ন

    ১৯৮. পৃথিবী হচ্ছে একটি চমৎকার গ্রন্থ, কিন্তু যে পাঠ করতে জানে না, তার কাছে এর কোনো মূল্য নেই।

    –গেলভ্যানি

    ১৯৯. একজন প্রতারক আর একজন প্রতারককে ক্ষমতায় তার অর্ধেক মনে করে।

    টমাস হার্ডি

    ২০০. ফুল হচ্ছে বিধাতার হাসি।

    ইমারসন

    ২০১. ভালো বই পড়িবার সময় মনে থাকে না বই পড়িতেছি।

    –রবীন্দ্রনাথ ঠাকুর

    ২০২. কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হল, আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন।

    গ্যেটে

    ২০৩. হয় বাঁচো, না হয় মরে যাও-হয় ডুবে যাও, না হয় সাঁতার কাটো। জর্জ পল ২০৪. বিচ্ছেদ হঠাৎ করে হওয়াই শ্রেয়।

    –ডিজরেইলি

    ২০৫. বিজয় মহান, কিন্তু বিজয়ের জন্য সংগ্রাম মহত্তর।

    দ্য কুবার্তা

    ২০৬. বিপন্নকে উদ্ধার করো, যদি সে অসঙ্কর্মে বিপন্ন না হয়ে থাকে। প্লেটো ২০৭. ধ্বংসের মধ্যেও মহৎ বিশ্বাস অমলিন থাকে।

    টমাস কেম্পিস

    ২০৮. যে ন্যায়ের পক্ষে, সে সত্যের পক্ষে।

    রাহুল সাংস্কৃত্যায়ন

    ২০৯. নারীরা দিনের অনেকটা সময় পরনিন্দা পরচর্চায় ব্যয় করে থাকে।

    –সিমেন্স

    ২১০. তুমি যতক্ষণ পরচর্চা করবে ততক্ষণ একটি গোলাপ ফুল গাছের পাশে দাঁড়াও কেন?

    অজ্ঞাত

    ২১১. পাখি আকাশে উড়লেও সে ভুলে যায় না মাটির সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

    জন স্কেলটন

    ২১২. শৈশবে লজ্জা, যেীবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয়সংকোচ ও দূরদর্শিতার প্রয়োজন।

    সক্রেটিস

    ২১৩. সে-দেশ কখনো নিজেকে সভ্য বলে প্রকাশ করতে পারবে না, যতক্ষণ না তার বেশির ভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বইক্রয়ের জন্য ব্যয় হবে।

    ভলতেয়ার

    ২১৪. সবুজ ঘাস গজিয়ে ওঠার মধ্যে আসন্ন বসন্তের আভাস পাওয়া যায়।

    অ্যালেন পো

    ২১৫. ওরা পুরুষ। মনের খবর ওরা কিছুই রাখে না। –দেহটা নিয়েই মেতে থাকে। ওদের ফাঁকি দেওয়া নারীর পক্ষে খুবই সহজ। আশুতোষ মুখোপাধ্যায়

    ২১৬. নায়ক ও ভিলেনের মধ্যে তফাত খুব সামান্য। নায়ক ভাবে প্রত্যেক স্ত্রীলোকই মহিলা আর ভিলেনের ধারণা প্রত্যেক মহিলাই মেয়েমানুষ।

    শংকর

    ২১৭. নিজের বুদ্ধির ফাঁদে পড়ে যে যন্ত্রণা পায় সে সত্যিই নির্বোধ।

    টমাস

    ২১৮. যদি ভালো স্ত্রী পাও তা হলে তোমার নিজের লাভ, কারণ তখন তুমি সুখী হতে পারবে। কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তা হলে দেশের লাভ, কারণ তখন তুমি দার্শনিক হতে পারবে।

    –অজ্ঞাত

    ২১৯. মা, বোন, স্ত্রী অথবা কন্যা–যে-রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা অনেক শ্রেষ্ঠ ও পবিত্র।

    ডি. এইচ. লরেন্স

    ২২০. যারা বিনামূল্যে বই পেয়েও পড়ে না তারা অরুচিশীল।

    অজিত বসু

    ২২১. বুলেট ব্যতীত বিপ্লব হয় না।

    –চে গুয়েভারা

    ২২২. চীনের বিপ্লব বিশ্ববিপ্লবের এক মহান অংশবিশেষ।

    –মাও সে-তুং

    ২২৩. তুমি যখন ভ্রমণে যাবে, তখন জিহ্বা বন্ধ রেখে চক্ষু খুলে যাবে।

    টমাস স্টারকি

    ২২৪. কোনো মতবাদই দাবি করতে পারে না যে একমাত্র তাদের বিচারবুদ্ধি অভ্রান্ত। আমরা সকলেই ভুল করতে পারি এবং প্রায়ই আমাদের পূর্বের অভিমত পাল্টাতে হয়।

    মহাত্মা গান্ধী

    ২২৫. মায়ের মুখের ভাষাকে আমি যেমন শ্রদ্ধা করি তেমনি তার অশ্লীল প্রয়োগকে মনেপ্রাণে ঘৃণা করি।

    টমাস ডিবডিন

    ২২৬. প্রত্যেক জাতির উচিত সর্বাগ্রে মানবতাবোধকে জাগিয়ে তোলা।

    –ডোনাল্ড ইভান্স

    ২২৭. মা কথাটি ছোট্ট অতি
    কিন্তু জান ভাই
    ইহার চেয়ে নাম যে মধুর
    ত্রিভুবনে নাই।

    রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

    ২২৮. চেনা পথ আঁকাবাকা ভালো, অচেনা পথ সোজাও ভালো নয়।

    সক্রেটিস

    ২২৯. শীঘ্র যাবে তো ঘুরে যাও।

    বি. সি. রায়

    ২৩০. বিয়ে বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সাময়িক বা আজীবন দৈহিক এবং সন্তান-পালনের সম্মতিসূচক সম্পর্ক বোঝায়। –হ্যাভলক এলিস

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনাঙ্গা তলোয়ার – এনায়েতুল্লাহ আলতামাশ
    Next Article মতি নন্দী কিশোর সাহিত্য সমগ্র ২য় খণ্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সাইলাস মারনার – জর্জ ইলিয়ট

    January 20, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সাইলাস মারনার – জর্জ ইলিয়ট

    January 20, 2026
    Our Picks

    সাইলাস মারনার – জর্জ ইলিয়ট

    January 20, 2026

    কলিকাতার কথা (আদিকাণ্ড) – প্রমথনাথ মল্লিক

    January 20, 2026

    দশরূপা – সৌমিত্র বিশ্বাস

    January 20, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }