Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১২

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১৩

    December 12, 2025
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মেঘনাদবধ কাব্য – মাইকেল মধুসূদন দত্ত

    মাইকেল মধুসূদন দত্ত এক পাতা গল্প36 Mins Read0
    ⤷

    ০১. মেঘনাদবধ কাব্য : প্রথম সর্গ

    সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি
    বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
    অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি,
    কোন্ বীরবরে বরি সেনাপতি-পদে,
    পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি
    রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা
    ইন্দ্রজিৎ মেঘনাদে — অজেয় জগতে —
    ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?
    বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
    আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভুজে
    ভারতি! যেমতি, মাতঃ, বসিলা আসিয়া,
    বাল্মীকির রসনায় (পদ্মাসনে যেন)
    যবে খরতর শরে, গহন কাননে,
    ক্রৌঞ্চবধূ সহ ক্রৌঞ্চে নিষাদ বিঁধিলা,
    তেমতি দাসেরে, আসি, দয়া কর, সতি।
    কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে?
    নরাধম আছিল যে নর নরকুলে
    চৌর্যে রত, হইল সে তোমার প্রসাদে,
    মৃ্ত্যুঞ্জয়, যথা মৃত্যুঞ্জয় উমাপতি!
    হে বরদে, তব বরে চোর রত্নাকর
    কাব্যরত্নাকর কবি! তোমার পরশে,
    সুচন্দন-বৃক্ষশোভা বিষবৃক্ষ ধরে!
    হায়, মা, এহেন পুণ্য আছে কি এ দাসে?
    কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে
    মূঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি
    সমধিক। ঊর তবে, ঊর দয়াময়ি
    বিশ্বরমে! গাইব, মা, বীররসে ভাসি,
    মহাগীত; ঊরি, দাসে দেহ পদছায়া।
    — তুমিও আইস, দেবি তুমি মধুকরী
    কল্পনা! কবির ঢিত্ত-ফুলবন-মধু
    লয়ে, রচ মধুচক্র, গৌড়জন যাহে
    আনন্দে করিবে পান সুধা নিরবধি।

     

    আরও দেখুন
    Book
    বুক শেল্ফ
    মেঘনাদবধ কাব্য
    বই
    বাংলা ইসলামিক বই
    বইয়ের
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা কমিকস
    বাংলা টাইপিং সফটওয়্যার

     

    কনক-আসনে বসে দশানন বলী —
    হেমকূট-হৈমশিরে শৃঙ্গবর যথা
    তেজঃপুঞ্জ। শত শত পাত্রমিত্র আদি
    সভাসদ, নতভাবে বসে চারি দিকে।
    ভূতলে অতুল সভা — স্ফটিকে গঠিত;
    তাহে শোভে রত্নরাজি, মানস-সরসে
    সরস কমলকুল বিকশিত যথা।
    শ্বেত, রক্ত, নীল, পীত, স্তম্ভ সারি সারি
    ধরে উচ্চ স্বর্ণছাদ, ফণীন্দ্র যেমতি,
    বিস্তারি অযুত ফণা, ধরেন আদরে
    ধরারে। ঝুলিছে ঝলি ঝালরে মুকুতা,
    পদ্মরাগ, মরকত, হীরা; যথা ঝোলে
    (খচিত মুকুলে ফুল) পল্লবের মালা
    ব্রতালয়ে। ক্ষণপ্রভা সম মুহুঃ হাসে
    রতনসম্ভবা বিভা — ঝলসি নয়নে!
    সুচারু চামর চারুলোচনা কিঙ্করী
    ঢুলায়; মৃণালভুজ আনন্দে আন্দোলি
    চন্দ্রাননা। ধরে ছত্র ছত্রধর; আহা
    হরকোপানলে কাম যেন রে না পুড়ি
    দাঁড়ান সে সভাতলে ছত্রধর-রূপে!—
    ফেরে দ্বারে দৌবারিক, ভীষণ মুরতি,
    পাণ্ডব-শিবির দ্বারে রুদ্রেশ্বর যথা
    শূলপাণি! মন্দে মন্দে বহে গন্ধে বহি,
    অনন্ত বসন্ত-বায়ু, রঙ্গে সঙ্গে আনি
    কাকলী লহরী, মরি! মনোহর, যথা
    বাঁশরীস্বরলহরী গোকুল বিপিনে!
    কি ছার ইহার কাছে, হে দানবপতি
    ময়, মণিময় সভা, ইন্দ্রপ্রস্থে যাহা
    স্বহস্তে গড়িলা তুমি তুষিতে পৌরবে?

     

    আরও দেখুন
    মেঘনাদবধ কাব্য
    Book
    বই
    বুক শেল্ফ
    বাংলা উপন্যাস
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ইসলামিক বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা অডিওবুক

     

    এহেন সভায় বসে রক্ষঃকুলপতি,
    বাক্যহীন পুত্রশোকে! ঝর ঝর ঝরে
    অবিরল অশ্রুধারা — তিতিয়া বসনে,
    যথা তরু, তীক্ষ্ণ শর সরস শরীরে
    বাজিলে, কাঁদে নীরবে। কর জোড় করি,
    দাঁড়ায় সম্মুখে ভগ্নদূত, ধূসরিত
    ধূলায়, শোণিতে আর্দ্র সর্ব কলেবর।
    বীরবাহু সহ যত যোধ শত শত
    ভাসিল রণসাগরে, তা সবার মাঝে
    একমাত্র বাঁচে বীর; যে কাল তরঙ্গ
    গ্রাসিল সকলে, রক্ষা করিল রাক্ষসে—
    নাম মকরাক্ষ, বলে যক্ষপতি সম।
    এ দূতের মুখে শুনি সুতের নিধন,
    হায়, শোকাকুল আজি রাজকুলমণি
    নৈকষেয়! সভাজন দুঃখী রাজ-দুঃখে।
    আঁধার জগৎ, মরি, ঘন আবরিলে
    দিননাথে! কত ক্ষণে চেতন পাইয়া,
    বিষাদে নিশ্বাস ছাড়ি, কহিলা রাবণ;—

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    Book
    বই
    মেঘনাদবধ কাব্য
    বাংলা শিশু সাহিত্য
    Library
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা গল্প
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স

     

    “নিশার স্বপনসম তোর এ বারতা,
    রে দূত! অমরবৃন্দ যার ভুজবলে
    কাতর, সে ধনুর্ধরে রাঘব ভিখারী
    বধিল সম্মুখ রণে? ফুলদল দিয়া
    কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে?
    হা পুত্র, হা বীরবাহু, বীর-চূড়ামণি!
    কি পাপে হারানু আমি তোমা হেন ধনে?
    কি পাপ দেখিয়া মোর, রে দারুণ বিধি,
    হরিলি এ ধন তুই? হায় রে, কেমনে
    সহি এ যাতনা আমি? কে আর রাখিবে
    এ বিপুল কুল-মান এ কাল সমরে!
    বনের মাঝারে যথা শাখাদলে আগে
    একে একে কাঠুরিয়া কাটি, অবশেষে
    নাশে বৃক্ষে, হে বিধাতঃ, এ দুরন্ত রিপু
    তেমতি দুর্বল, দেখ, করিছে আমারে
    নিরন্তর! হব আমি নির্মূল সমূলে
    এর শরে! তা না হলে মরিত কি কভু
    শূলী শম্ভুসম ভাই কুম্ভকর্ণ মম,
    অকালে আমার দোষে? আর যোধ যত—
    রাক্ষস-কুল-রক্ষণ? হায়, সূর্পণখা,
    কি কুক্ষণে দেখেছিলি, তুই অভাগী,
    কাল পঞ্চবটীবনে কালকূটে ভরা
    এ ভুজগে? কি কুক্ষণে (তোর দুঃখে দুঃখী)
    পাবক-শিখা-রূপিণী জানকীরে আমি
    আনিনু এ হৈম গেহে? হায় ইচ্ছা করে,
    ছাড়িয়া কনকলঙ্কা, নিবিড় কাননে
    পশি, এ মনের জ্বালা জুড়াই বিরলে!
    কুসুমদাম-সজ্জিত, দীপাবলী-তেজে
    উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল
    এ মোর সুন্দরী পুরী! কিন্তু একে একে
    শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি;
    নীরব রবাব, বীণা, মুরজ, মুরলী;
    তবে কেন আর আমি থাকি রে এখানে?
    কার রে বাসনা বাস করিতে আঁধারে?”

     

    আরও দেখুন
    Book
    বই
    বুক শেল্ফ
    মেঘনাদবধ কাব্য
    বাংলা ফন্ট প্যাকেজ
    পিডিএফ
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ই-বই
    PDF
    বাংলা ইসলামিক বই

     

    এইরূপে বিলাপিলা আক্ষেপে রাক্ষস–
    কুলপতি রাবণ; হায় রে মরি, যথা
    হস্তিনায় অন্ধরাজ, সঞ্জয়ের মুখে
    শুনি, ভীমবাহু ভীমসেনের প্রহারে
    হত যত প্রিয়পুত্র কুরুক্ষেত্র-রণে!

    তবে মন্ত্রী সারণ (সচিবশ্রেষ্ঠ বুধঃ)
    কৃতাঞ্জলিপুটে উঠি কহিতে লাগিলা
    নতভাবে; — “হে রাজন্, ভুবন বিখ্যাত,
    রাক্ষসকুলশেখর, ক্ষম এ দাসেরে!
    হেন সাধ্য কার আছে বুঝায় তোমারে
    এ জগতে? ভাবি, প্রভু দেখ কিন্তু মনে;—
    অভ্রভেদী চূড়া যদি যায় গুঁড়া হয়ে
    বজ্রাঘাতে, কভু নহে ভূধর অধীর
    সে পীড়নে। বিশেষতঃ এ ভবমণ্ডল
    মায়াময়, বৃথা এর দুঃখ সুখ যত।
    মোহের ছলনে ভুলে অজ্ঞান যে জন।”

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    Book
    মেঘনাদবধ কাব্য
    বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    অনলাইন বুক
    বাংলা শিশু সাহিত্য
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ইসলামিক বই

     

    উত্তর করিলা তবে লঙ্কা-অধিপতি;—
    “যা কহিলে সত্য, ওহে অমাত্য-প্রধান
    সারণ! জানি হে আমি, এ ভব-মণ্ডল
    মায়াময়, বৃথা এর দুঃখ সুখ যত।
    কিন্তু জেনে শুনে তবু কাঁদে এ পরাণ
    অবোধ। হৃদয়-বৃন্তে ফুটে যে কুসুম,
    তাহারে ছিঁড়িলে কাল, বিকল হৃদয়
    ডোবে শোক-সাগরে, মৃণাল যথা জলে,
    যবে কুবলয়ধন লয় কেহ হরি।”

    এতেক কহিয়া রাজা, দূত পানে চাহি,
    আদেশিলা,— “কহ, দূত, কেমনে পড়িল
    সমরে অমর-ত্রাস বীরবাহু বলী?”

     

    আরও দেখুন
    Book
    মেঘনাদবধ কাব্য
    বুক শেল্ফ
    বই
    বাংলা উপন্যাস
    সাহিত্য পর্যালোচনা
    বই পড়ুন
    সাহিত্য পত্রিকা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    PDF

     

    প্রণমি রাজেন্দ্রপদে, করযুগ জুড়ি,
    আরম্ভিলা ভগ্নদূত;— “হায়, লঙ্কাপতি,
    কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী?
    কেমনে বর্ণিব বীরবাহুর বীরতা?—
    মদকল করী যথা পশে নলবনে,
    পশিলা বীরকুঞ্জর অরিদল মাঝে
    ধনুর্ধর। এখনও কাঁপে হিয়া মম
    থরথরি, স্মরিলে সে ভৈরব হুঙ্কারে!
    শুনেছি, রাক্ষসপতি, মেঘের গর্জনে;
    সিংহনাদে; জলধির কল্লোলে; দেখেছি
    দ্রুত ইরম্মদে, দেব, ছুটিতে পবন–
    পথে; কিন্তু কভু নাহি শুনি ত্রিভুবনে,
    এহেন ঘোর ঘর্ঘর কোদণ্ড-টঙ্কারে!
    কভু নাহি দেখি শর হেন ভয়ঙ্কর!—

     

    আরও দেখুন
    বই
    মেঘনাদবধ কাব্য
    Book
    বুক শেল্ফ
    বইয়ের
    অনলাইন গ্রন্থাগার
    ই-বই ডাউনলোড
    বাংলা লাইব্রেরী
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা অনুবাদ সাহিত্য

     

    পশিলা বীরেন্দ্রবৃন্দ বীরবাহু সহ
    রণে, যূথনাথ সহ গজযূথ যথা।
    ঘন ঘনাকারে ধূলা উঠিল আকাশে,—
    মেঘদল আসি যেন আবরিলা রুষি
    গগনে; বিদ্যুৎঝলা-সম চকমকি
    উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে
    শনশনে!— ধন্য শিক্ষা বীর বীরবাহু!
    কত যে মরিল অরি, কে পারে গণিতে?

    এইরূপে শত্রুমাঝে যুঝিলা স্বদলে
    পুত্র তব, হে রাজন্! কত ক্ষণ পরে,
    প্রবেশিলা, যুদ্ধে আসি নরেন্দ্র রাঘব।
    কনক-মুকুট শিরে, করে ভীম ধনুঃ,
    বাসবের চাপ যথা বিবিধ রতনে
    খচিত,”— এতেক কহি, নীরবে কাঁদিল
    ভগ্নদূত, কাঁদে যথা বিলাপী, স্মরিয়া
    পূর্বদুঃখ! সভাজন কাঁদিলা নীরবে।

     

    আরও দেখুন
    Book
    মেঘনাদবধ কাব্য
    বুক শেল্ফ
    বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    অনলাইন গ্রন্থাগার
    নতুন উপন্যাস
    বাংলা বই

     

    অশ্রুময়-আঁখি পুনঃ কহিলা রাবণ,
    মন্দোদরীমনোহর;— “কহ, রে সন্দেশ–
    বহ, কহ, শুনি আমি, কেমনে নাশিলা
    দশাননাত্মজ শূরে দশরথাত্মজ?”
    “কেমনে, হে মহীপতি,” পুনঃ আরম্ভিল
    ভগ্নদূত, “কেমনে, হে রক্ষঃকুলনিধি,
    কহিব সে কথা আমি, শুনিবে বা তুমি?
    অগ্নিময় চক্ষুঃ যথা হর্যক্ষ, সরোষে
    কড়মড়ি ভীম দন্ত, পড়ে লম্ফ দিয়া
    বৃষস্কন্ধে, রামচন্দ্র আক্রমিলা রণে
    কুমারে! চৌদিকে এবে সমর-তরঙ্গ
    উথলিল, সিন্ধু যথা দ্বন্দ্বি বায়ু সহ
    নির্ঘোষে! ভাতিল অসি অগ্নিশিখাসম
    ধূমপুঞ্জসম চর্মাবলীর মাঝারে
    অযুত! নাদিল কম্বু অম্বুরাশি-রবে!—
    আর কি কহিব, দেব? পূর্বজন্মদোষে,
    একাকী বাঁচিনু আমি! হায় রে বিধাতঃ,
    কি পাপে এ তাপ আজি দিলি তুই মোরে?
    কেন না শুইনু আমি শরশয্যোপরি,
    হৈমলঙ্কা-অলঙ্কার বীরবাহু সহ
    রণভূমে? কিন্তু নহি নিজ দোষে দোষী।
    ক্ষত বক্ষঃস্থল মম, দেখ, নৃপমণি,
    রিপু-প্রহরণে; পৃষ্ঠে নাহি অস্ত্রলেখা।”
    এতেক কহিয়া স্তব্ধ হইল রাক্ষস
    মনস্তাপে। লঙ্কাপতি হরষে বিষাদে
    কহিলা; “সাবাসি, দূত! তোর কথা শুনি,
    কোন্ বীর-হিয়া নাহি চাহে রে পশিতে
    সংগ্রামে? ডমরুধ্বনি শুনি কাল ফণী
    কভু কি অলসভাবে নিবাসে বিবরে?
    ধন্য লঙ্কা, বীরপুত্রধারী! চল, সবে,—
    চল যাই, দেখি, ওহে সভাসদ-জন,
    কেমনে পড়েছে রণে বীর-চূড়ামণি
    বীরবাহু; চল, দেখি জুড়াই নয়নে।”

     

    আরও দেখুন
    মেঘনাদবধ কাব্য
    Book
    বুক শেল্ফ
    বই
    বাংলা উপন্যাস
    অনলাইন বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বই পড়ুন
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ

     

    উঠিলা রাক্ষসপতি প্রাসাদ-শিখরে,
    কনক-উদয়াচলে দিনমণি যেন
    অংশুমালী। চারিদিকে শোভিল কাঞ্চন-
    সৌধ-কিরীটিনী লঙ্কা— মনোহরা পুরী!
    হেমহর্ম্য সারি সারি পুষ্পবন মাঝে;
    কমল-আলয় সরঃ; উৎস রজঃ-ছটা;
    তরুরাজি; ফুলকুল— চক্ষু-বিনোদন,
    যুবতীযৌবন যথা; হীরাচূড়াশিরঃ
    দেবগৃহ; নানা রাগে রঞ্জিত বিপণি,
    বিবিধ রতনপূর্ণ; এ জগৎ যেন
    আনিয়া বিবিধ ধন, পূজার বিধানে,
    রেখেছে, রে চারুলঙ্কে, তোর পদতলে,
    জগত-বাসনা তুই, সুখের সদন।

     

    আরও দেখুন
    বই
    Book
    মেঘনাদবধ কাব্য
    বুক শেল্ফ
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা সাহিত্য
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা কমিকস
    বাংলা বই
    বাংলা শিশু সাহিত্য

     

    দেখিলা রাক্ষসেশ্বর উন্নত প্রাচীর—
    অটল অচল যথা; তাহার উপরে,
    বীরমদে মত্ত, ফেরে অস্ত্রীদল, যথা
    শৃঙ্গধরোপরি সিংহ। চারি সিংহদ্বার
    (রুদ্ধ এবে) হেরিলা বৈদেহীহর; তথা
    জাগে রথ, রথী, গজ, অশ্ব, পদাতিক
    অগণ্য। দেখিলা রাজা নগর বাহিরে,
    রিপুবৃন্দ, বালিবৃন্দ সিন্ধুতীরে যথা,
    নক্ষত্র-মণ্ডল কিম্বা আকাশ-মণ্ডলে।
    থানা দিয়া পূর্ব দ্বারে, দুর্বার সংগ্রামে,
    বসিয়াছে বীর নীল; দক্ষিণ দুয়ারে
    অঙ্গদ, করভসম নব বলে বলী;
    কিংবা বিষধর, যবে বিচিত্র কঞ্চুক-
    ভূষিত, হিমান্তে অহি ভ্রমে, ঊর্ধ্ব ফণা—
    ত্রিশূলসদৃশ জিহ্বা লুলি অবলেপে!
    উত্তর দুয়ারে রাজা সুগ্রীব আপনি
    বীরসিংহ। দাশরথি পশ্চিম দুয়ারে—
    হায় রে বিষণ্ণ এবে জানকী-বিহনে,
    কৌমুদী-বিহনে যথা কুমুদরঞ্জন
    শশাঙ্ক! লক্ষ্মণ সঙ্ঘে, বায়ুপুত্র হনু,
    মিত্রবর বিভীষণ। এত প্রসরণে,
    বেড়িয়াছে বৈরিদল স্বর্ণ-লঙ্কাপুরী,
    গহন কাননে যথা ব্যাধ-দল মিলি,
    বেড়ে জালে সাবধানে কেশরিকামিনী,—
    নয়ন–রমণী রূপে, পরাক্রমে ভীমা
    ভীমাসমা! অদূরে হেরিলা রক্ষঃপতি
    রণক্ষেত্র। শিবাকুল, গৃধিনী, শকুনি,
    কুক্কুর, পিশাচদল ফেরে কোলাহলে।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    Book
    মেঘনাদবধ কাব্য
    বই
    বইয়ের
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা অডিওবুক

     

    (অসমাপ্ত)

    ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত
    Next Article চতুর্দশপদী কবিতাবলী – মাইকেল মধুসূদন দত্ত

    Related Articles

    মাইকেল মধুসূদন দত্ত

    চতুর্দশপদী কবিতাবলী – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    হেক্‌টর-বধ – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    একেই কি বলে সভ্যতা? – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    তিলোত্তমাসম্ভব কাব্য – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    পদ্মাবতী নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025
    Our Picks

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১১

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১২

    December 12, 2025

    হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১৩

    December 12, 2025
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2025 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }