সাদা মানুষেরা কেমন করে এল? – নবনীতা দেবসেন
সাদা মানুষেরা কেমন করে এল?
সেলুপ্রা নামে এক অঙ্গামী নাগা ছিল। তার ছিল মা হারা এক মেয়ে, ক্রিমিনো। ক্রিমিনো যখন বড় হল, ওর বিয়ের বয়েস হল, ওকে ডেকে সেলুপ্রা বললে, যাও, বাইরে গিয়ে যাকে তোমার পছন্দ হবে, তাকেই ঘরে নিয়ে এসো।
ক্রিমিনো সারাদিন ঘুরে—ঘুরে কাউকেই খুঁজে পেল না, তার দেখাই হল না কারুর সঙ্গে। এদিকে বাবা বেজায় রাগী। কাউকে ঘরে নিয়ে যেতে না পারলে বাবা নিশ্চয়ই খুব বকবেন। ক্রিমিনো বেচারি শেষকালে ভারি সুন্দর একটা সাদা কুকুর দেখতে পেয়ে তাকেই বাড়িতে নিয়ে গেল। বড়সড়, ধবধবে সাদা, পিটির—পিটির করে তাকাচ্ছে ক্রিমিনোর দিকেই। ক্রিমিনো ভয়ে—ভয়ে সেলুপ্রাকে গিয়ে বললে, বাবা, এই যে, আমার পছন্দ…। সেলুপ্রা তো কুকুর দেখে এতটাই রেগে গেল যে চেঁচিয়ে ওকে হুকুম করলে, বোকা মেয়ে—বেশ তবে ওই পছন্দসই পাত্রকেই বিয়ে করে ঘর—সংসার করোগে যাও!
ক্রিমিনো বাবাকে এত ভয় পেত যে, আর কিছু না বলে কুকুরটার পিঠে চড়ে বসল। বাবার সামনে থেকে দৌড়ে পালিয়ে গেল। পালাতে পালাতে একেবারে নদীর ওপারে, অন্য একটা গ্রামে গিয়ে তার কুকুরটিকে নিয়ে ডেরা বাঁধল। ক্রিমিনো খুব পরিশ্রমী মেয়ে ছিল আর তার সাদা ধবধবে কুকুর বরমশাইও খুব খাটাখাটুনি করতে পারত। ওরা বেশ সুখেই রইল। কয়েক বছর পরে ওদের অনেকগুলি ফর্সা ধবধবে ছেলেপুলে হল। তাদের কারুর চোখদুটি নীল, কারুর চোখ বাদামি। সবাই মিলে খেটেখুটে ভালোই আছে।
এদিকে ওদের কাছে সেলুপ্রা বেড়াতে এল। এসে জামাই—মেয়ে—নাতি—নাতনি দেখে খুশি—কিন্তু নাতি—নাতনিগুলো এত ধবধবে, এত ফর্সা—একদম যেন তুষারের মতো সাদা!
এত ফর্সা, এত সাদা রঙের মানুষ আগে নাগারা কেউ দেখেনি।
সেলুপ্রার সেই নাতি—নাতনিরাই এখন পৃথিবীতে সাহেব, মেম। বিলেতের সাদা মানুষ বলে ওরাই পরিচিত। ক্রিমিনো আর তার ধবধবে সাদা কুকুররের বাচ্চারা। জগতে—
সাদা মানুষ আছেন যাঁরা—
সেলুপ্রার নাতি—নাতনি তাঁরা।