Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    রঙ্কিণীর রাজ্যপাট এবং অন্যান্য – নবনীতা দেবসেন

    August 30, 2025

    আনা ফ্রাঙ্ক-এর ডায়েরি

    August 30, 2025

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ১ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    August 30, 2025
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • 🔖
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    Subscribe
    সাইন ইন
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0

    রাজপাট – ১১০

    ১১০

    চির-ক্রন্দনময়ী গঙ্গে!
    কুলু কুলু কল কল প্রবাহিত আঁখি-জল
    দেব-মানবের একসঙ্গে!
    বিশ্বের ক্রন্দনে বিচলিত নারায়ণ
    আঁখি তাঁর অশ্রুতে ভরিল, —
    গোলোকে হল না ঠাঁই, শিবজটা বহি তাই
    শতধারা ধরণীতে ঝরিল।
    হিমগিরি-নির্ঝরে তোমার জীবন গড়ে—
    মিথ্যা মা মিথ্যা এ কাহিনী;
    যুগে যুগে নর-নারী অফুরান-আঁখিবারি
    পুষ্ট করিছে তব বাহিনী।

    .

    পতিতপাবনী গঙ্গা মর্ত্যে অবতরণের আগে ভগীরথকে প্রশ্ন করেছিলেন – ধরিত্রীর সকল কলুষ আমাকে প্রদান করিয়া লোকে পাপমুক্ত হইবে, কিন্তু সেই পাপের মহাভার আমি কোথায় স্খালন করিব ভগীরথ?

    ভগীরথ বলেছিলেন—মা গো, তুমি পূতপবিত্রা। তোমার স্পর্শে কলুষ নাশ হয়। তুমি স্বয়ং শুদ্ধা। পাপ তোমাতে লাগে না। মা, তদুপরি যদি তোমার দুর্ভাবনা উপস্থিত হয়, তাহার প্রশমনের জন্য কহিতেছি, ধরণীতে এরূপ পুণ্যাত্মা আছেন, যাঁহাদের স্পর্শে তোমার সকল মালিন্য তমুহূর্তে বিদূরিত হইবে। নারায়ণ নবরূপে যুগে যুগে ভূতলে আবির্ভূত হন। মহাদেবী নারীরূপে সেই সকল নরগণের পার্শ্ববর্তিনী থাকেন। স্বয়ং ঈশ্বর তাঁহাদের হৃদয়ে নিত্য অবস্থান করেন।

    হায়! বিপুল এ পৃথিবীর বিপুলতর কলুষভারের তুল্য নয় কতিপয় মহাত্মার সঞ্চিত পুণ্যধন।

    মানুষের পাপ এত বড়, এত বৃহৎ, এমনই গভীর ও গুরুভার, পুণ্যাত্মাগণের পুণ্য এবং গঙ্গার আত্মশুদ্ধির ক্ষমতা সত্ত্বেও জলের কলুষ সম্পূর্ণ বিদুরিত হয় না।

    মাগো, মা গঙ্গা, সহস্র সহস্র বৎসরের সকল পাপ, সকল বিষ, সকল কলুষ ধারণ করতে করতে, বহন করতে করতে, তাঁর দেহ জ্বালাপোড়া করে। বিষের তীব্র দাহনে, মাগো, অই মাতৃদেহ জ্বালাপোড়া করে। তিনি তখন হয়ে ওঠেন উন্মাদিনী। পাগলিনী। কল্যাণী মাতৃদেবী, তাপাতপ-দূরকারিণী তিনি হয়ে ওঠেন নাশিনী, ধ্বংসা, প্রলাপময়ী, কাতরা। সকল সৃষ্টিকে তিনি আছড়ে আছড়ে ভাঙেন। গ্রাস করেন। আছাড়ি-পিছাড়ি খেতে খেতে এক পথ হতে অন্যতর পথ ধরে প্রবাহিত হয়ে যান। যেন, ভূমির সঙ্গে সংঘর্ষে কিছু-বা কমে যন্ত্রণা, কিছু-বা কমে দাহ। অতঃপর তিনি পুনর্বার হয়ে ওঠেন শাস্তা। প্রসন্না। কল্যাণী। আশীর্বাদের হাত প্রসারিত করে দেন ধরিত্রীর ওপর।

    তব তীর-ধীর-বায়ু হরিল কত-না আয়ু,
    কত আলো স্রোতোজলে মিলালো!
    ভরি তব ভাঙা পাড় কত কোটি হাহাকার
    ভাঙা বুক রাঙা আঁখি ঘুমালো!
    ভরা কোল করি খালি জননীরা আনে ডালি
    যুগে যুগে মাগো তোরি অঙ্কে,—
    কত-না বালুর চর সে ব্যথায় উর্বর
    বলি-অঙ্কিত তট-পঙ্কে!
    অশ্রুপূত ও জল, পূত তব তটতল
    লুপ্ত করিয়া কত কীর্তি
    কত-না চিতার ছাই মিশাইয়া আছে, তাই
    পবিত্র তব তট-মৃত্তি।

    গঙ্গার ভৌগোলিক উৎপত্তি মধ্য-হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এই হিমবাহের পূর্বদিক থেকে এসেছে অলকানন্দার স্রোত, পশ্চিম থেকে এসেছে ভাগীরথী। দেবপ্রয়াগে দুই স্রোতধারা মিলিত হয়ে নাম নিয়েছে গঙ্গা।

    গোমুখ সদৃশ গুহামুখ হতে গলিত তুষারধারা হিসেবে নেমে এসেছে ভাগীরথী। গোমুখ থেকে প্রায় আঠাশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তিব্বত হতে এসে ভাগীরথীর সঙ্গে মিলেছে জাড়গঙ্গা বা জাহ্নবী। এই মিলিত জলধারা বন্দরপুঞ্চ ও শ্রীকণ্ঠ গিরিখাতের ভিতর দিয়ে এসে মিশেছে কেদার হতে প্রবাহিত মন্দাকিনীর সঙ্গে। এই মিলনস্থল হল রুদ্রপ্রয়াগ।

    গঙ্গোত্রী থেকে বদরিনাথ পর্যন্ত ছড়িয়ে আছে ভগীরথ, খড়গ এবং সতোপন্থ হিমবাহ উত্তর-পশ্চিমে প্রসারিত হিমবাহ ভগীরথের অবস্থান বর্তমানে গোমুখে, ইদানীং গোমুখ থেকেও তা সরে যাচ্ছে দূরে। একসময় এই হিমবাহ গঙ্গোত্রী পর্যন্ত বিস্তৃত ছিল।

    গোমুখের নিকটে আছে একটি শিলাখণ্ড। তার নাম ভগীরথ শিলা। গঙ্গাবতরণের জন্য ওই শিলাখণ্ডে বসে তপস্যা করেছিলেন ভগীরথ। গঙ্গাকে স্তোক দিয়েছিলেন। পুণ্যাত্মার স্পর্শে, গঙ্গার দেহে থাকে যদি-বা কিছু কলুষ, দূর হবে।

    গোমুখের নিকটে আছে আরও একটি ছোট হিমবাহ। রক্তবর্ণ তার নাম। রক্তবর্ণ মিলিত হয়েছে গঙ্গোত্রী হিমবাহের সঙ্গে। গঙ্গোত্রী হিমবাহের দু’পাশে আছে মন্থনী, স্বচ্ছন্দ, গহন ও কীর্ণত হিমবাহ। এরপর নন্দনবনের কাছে, উত্তর-পূর্ব হতে এসে মিলেছে চতুরঙ্গী।

    এতসব পর্বতচূড়া এবং হিমবাহের জটিল বন্ধনী কোনও বিরাট পুরুষের জটাজুটেরই মতো লাগে। এই জটাজালের মধ্য হতেই শত পথে, শত ধারায় নেমে এসে গঙ্গা সহস্র নদীর সঙ্গে মিলিত হতে হতে চলেছে সাগর অভিমুখে।

    গঙ্গা গড়েছে ইতিহাস। গঙ্গা ইতিহাস গ্রাস করেছে। সে ভাঙে। সে গড়ে। সে ভাসায়। কত শোকাশ্রু ভরা তার দেহে। কত শোককাহিনি। আষাঢ় পেরিয়ে শ্রাবণ পড়েছে। দু’কূল ভরেছে তার। কোন রূপ ধরবে সে? কোন রূপ?

    রূপ যা-ই হোক, মানবহৃদয়ে গঙ্গা মাতৃস্বরূপিণী। মা যে সন্তানকে মারে, শাসন করে, শাস্তি দেয়—তার জন্য কি সন্তান মায়ের গলা জড়িয়ে ঘুমোয় না? তার গালে লেগে থাকে মায়ের দেওয়া শাস্তির জন্য অশ্ৰুদাগ। কিন্তু ঠোঁটে লেগে থাকে মাকে জড়িয়ে থাকা নিশ্চিন্ত ঘুমের প্রশান্তি। গঙ্গা তিনি, এক বিরাট শিশুর শাশ্বত মাতা। তিনি ত্রাণে আছেন। বিনাশে আছেন। এক হাতে সিকস্তি তুলে, অপর হাতে দিচ্ছেন পয়োস্তি।

    তাই আনি তব মাটি গড়ি নিজ দেবতাটি
    তোমারি সলিলে যবে পূজি মা!
    যুগে যুগে যত ব্যথা মানব পেয়েছে হেথা
    তারি পূজা করি যে তা বুঝি না।
    তাই গাহি তব তীরে, তাই নাহি তব নীরে,
    তাই চাহি ঘুমাতে ও কোলে মা!
    কল-কল কুলু-কুল্ এ ধারার কোথা মূল
    কোথা কূল দিস যদি বলে মা!
    বন্দি ত্রিকালজয়ী গঙ্গে মূর্তিময়ী—
    অনন্ত-জীব-ব্যথা-প্রবাহ!
    অনাদি ও-ক্রন্দনে মিশাইনু ক্ৰন্দন এ,
    বুঝে নে মা এ প্রাণের কী দাহ!

    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Demo
    Most Popular

    রঙ্কিণীর রাজ্যপাট এবং অন্যান্য – নবনীতা দেবসেন

    August 30, 2025

    অনুরাধা

    January 4, 2025

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    রঙ্কিণীর রাজ্যপাট এবং অন্যান্য – নবনীতা দেবসেন

    August 30, 2025

    অনুরাধা

    January 4, 2025

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025
    Our Picks

    রঙ্কিণীর রাজ্যপাট এবং অন্যান্য – নবনীতা দেবসেন

    August 30, 2025

    আনা ফ্রাঙ্ক-এর ডায়েরি

    August 30, 2025

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ১ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    August 30, 2025
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2025 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login below or Register Now.

    Lost password?

    Register Now!

    Already registered? Login.

    A password will be e-mailed to you.